কুমিল্লায় ইউএনওর বিরুদ্ধে কৃষকের মামলা

মাহফুজ নান্টু, কুমিল্লা।
কুমিল্লার চৌদ্দগ্রা‌ম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক এর বিরু‌দ্ধে আদালতে মামলা করেছে একেএম সে‌লিম (৩৮) নামে এক কৃষক। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কুমিল্লা সিনিয়র জু‌ডিসিয়াল ম্যাজি‌স্ট্রেট এর ৫নং আমলী আদাল‌তে মামলাটি দায়ের করা হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ ছালাউ‌দ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। বাদী একেএম সে‌লিম চৌদ্দগ্রাম উপজেলার জুগীরকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।

অ্যাডভোকেট মাসুদ ছালাউ‌দ্দিন জানান, গত ১৯ জানুয়ারি এলাকার কিছু কুচক্রী মহলের ইন্দনে চৌদ্দগ্রা‌ম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক জুগীরকান্দি গ্রামে এলাকাবাসীর ভাড়া করা চারটি এক্সকভেটর ভাংচুর করে পরবর্তীতে কেরসিন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে করে প্রায় এক কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। এ নিয়ে সে‌লিম ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা সিনিয়র জু‌ডিসিয়াল ম্যাজি‌স্ট্রেট এর ৫নং আমলী আদাল‌তে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করা হয়। আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মামলা‌টি আম‌লে নি‌য়ে পি‌বিআই‌কে তদন্ত পুর্বক আদালতে প্রতিবেদন জমা দেয়ার নি‌র্দেশ দেন।

এ বিষয়ে চৌদ্দগ্রা‌ম উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক বলেন, মামলার বিষয়টি আপনার মাধ্যমে শুনেছি। কাগজপত্র হাতে ফেলে অফিসিয়ালী বক্তব্য প্রদান করবো।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক ৪টি এক্সকভেটর জব্দ করে আগুন দিয়ে ধ্বংশ করে। এসময় মাটি বিক্রির অভিযোগে গিয়াসউদ্দিন ও নাদিম নামের ২ ব্যক্তিকে ৬ লাখ টাকা জরিমানা করেছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page