১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ কুমিল্লার মুরাদনগরে পরিত্যক্ত মুরগির খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় স্কুল শেষে নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ‎ব্রাহ্মণপাড়ায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই যুবক, ৪ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লায় ইটভাটার ট্রাক্টরে চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

  • তারিখ : ১০:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • 15

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের ভাই ভাই ব্রিকস সংলগ্ন মাটির টিলার নিচে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই এলাকার অটোচালক মো. আবদুল আলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইব্রাহীম খেলার ছলে মাটি বোঝাই ট্রাক্টরের পিছনে ওঠে। পরে ট্রাক্টর চালক মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে ভাটার মাটির টিলার উপরে উঠতে চাইলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ইব্রাহীমের মাথা ও পেটের ওপর দিয়ে চাকা চলে যায়, এতে ঘটনাস্থলেই শিশু ইব্রাহীমের মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, ইট ভাটার মালিকের অবহেলায় গত কয়েক মাস আগে ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বিষয়টি প্রভাবশালীর সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপ দেওয়া হয়। শিশু ইব্রাহীমের মৃত্যুর বিষয়টিও একটি চক্রের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

শিশু ইব্রাহিমের মা ইয়াসমিন আক্তার জানান, বাড়িতে ওষুধ খেয়ে কখন মাটির ট্রাক্টরের ওপরে উঠল দেখিনি, আমি তো বাড়িতে কাজ করছিলাম। থানায় অভিযোগ দিয়ে কি হবে আমার ছেলে তো আর ফিরে আসবে না।

ভাই ভাই ইটভাটার মালিক মোহনপুর ইউপি চেয়ারম্যান মো.ময়নাল হোসেন মনির বলেন, মাটি কেরিং করার সময় ওই শিশুটি খেলার ছলে ট্রাক্টরের পিছনে ওঠে। ট্রাক্টরটি যখন মাটি নামানোর জন্য টিলার ওপরে উঠে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে পিছনে থাকা ইব্রামি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, নিহত ইব্রাহীমের বাবাসহ তার আত্মীয় স্বজনরা থানায় এসেছেন, ঘটনাস্থলে পুলিশ আছে, তবে তার স্বজনরা থানায় অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

error: Content is protected !!

কুমিল্লায় ইটভাটার ট্রাক্টরে চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

তারিখ : ১০:০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

নেকবর হোসেন।।
কুমিল্লার দেবিদ্বারে ইটভাটার মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের ভাই ভাই ব্রিকস সংলগ্ন মাটির টিলার নিচে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম ওই এলাকার অটোচালক মো. আবদুল আলিম মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইব্রাহীম খেলার ছলে মাটি বোঝাই ট্রাক্টরের পিছনে ওঠে। পরে ট্রাক্টর চালক মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে ভাটার মাটির টিলার উপরে উঠতে চাইলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ইব্রাহীমের মাথা ও পেটের ওপর দিয়ে চাকা চলে যায়, এতে ঘটনাস্থলেই শিশু ইব্রাহীমের মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, ইট ভাটার মালিকের অবহেলায় গত কয়েক মাস আগে ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই বিষয়টি প্রভাবশালীর সহযোগিতায় মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপ দেওয়া হয়। শিশু ইব্রাহীমের মৃত্যুর বিষয়টিও একটি চক্রের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।

শিশু ইব্রাহিমের মা ইয়াসমিন আক্তার জানান, বাড়িতে ওষুধ খেয়ে কখন মাটির ট্রাক্টরের ওপরে উঠল দেখিনি, আমি তো বাড়িতে কাজ করছিলাম। থানায় অভিযোগ দিয়ে কি হবে আমার ছেলে তো আর ফিরে আসবে না।

ভাই ভাই ইটভাটার মালিক মোহনপুর ইউপি চেয়ারম্যান মো.ময়নাল হোসেন মনির বলেন, মাটি কেরিং করার সময় ওই শিশুটি খেলার ছলে ট্রাক্টরের পিছনে ওঠে। ট্রাক্টরটি যখন মাটি নামানোর জন্য টিলার ওপরে উঠে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে পিছনে থাকা ইব্রামি ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, নিহত ইব্রাহীমের বাবাসহ তার আত্মীয় স্বজনরা থানায় এসেছেন, ঘটনাস্থলে পুলিশ আছে, তবে তার স্বজনরা থানায় অভিযোগ দিতে অপারগতা প্রকাশ করায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।