মুরাদননগর প্রতিনিধি।।
কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১২টায় মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের বোরার চর, পুটিয়াজুরি, বাখরাবাদ ও পালাসুতা গ্রামে মাহফিলের মাইকে ঘোষণা করা হয় বিভিন্ন এলাকায় ডাকাত এসেছে। এরপর থেকেই গ্রামবাসী এক হয়ে রাস্তা ও বাড়িঘরে পাহারা দেওয়ার সময় ডাকাত সন্দেহে তিনজনকে ধাওয়া করে। এ সময় পালাসুতা গ্রামের নাবু মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়া তিনজনকে গণপিটুনি দেয় গ্রামবাসী। গণপিটুনিতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ পাঠানো হয় অপর দুজনকে।
আজ শুক্রবার সকালে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেন গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। এখনো তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
আরো দেখুন:You cannot copy content of this page