কুমিল্লায় নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

গোলাম কিবরিয়া।।
কুমিল্লার বুুড়িচংয়ে বাসায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে এক নারী উদ্যোক্তাকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভূগি নারী বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার শ্রীরামকান্দি গ্রামের ওই নারী অনলাইনে হেজাব, বোরকা, থ্রীপিছ, ওড়না বিক্রির ব্যবসা করে আসছে। গত ৬ মাস ধরে সে কুমিল্লার বুড়িচং উপজেলার ঘোষনগর এলাকার জোবেদা মঞ্জিল নামক একটি বাড়ীতে সাড়ে ৩ বছরের একটি কন্যা সন্তান নিয়ে ভাড়া থাকতো।

অনলাইনে ব্যবসা করার কারনে ওই নারীর সাথে ঘোষনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোঃ কামরুল হাসান প্রকাশ্যে পলক নামে এক যুবকের সাথে পরিচয় হয়। কামরুল ওই নারীর কাছ থেকে বিভিন্ন সময় মালামাল ক্রয় করতো। কিছুদিন পূর্ব থেকে কামরুল ওই নারীকে বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিলো। এতে ওই নারী রাজী না হওয়ায় তাকে দেখে নেয়ার হুমকি দেয়।

গত ৪ অক্টোবর রাতে কামরুল ওই নারীর ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জোরপূর্বক ধর্ষন করে। এ সময় ওই নারীকে বেঁধে রেখে তার ঘরে থাকা ২ লাখ ১৯ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে ওই নারী ও তার শিশু সন্তানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় ওই নারী বুড়িচং থানায় মামলা দায়ের করতে ব্যার্থ হয়ে পরে বুধবার কুমিল্লা আদালতে একটি ধর্ষন মামলা দায়ের করেন।

এদিকে আদালত বিষয়টি আমলে নিয়ে ঘটনার তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশনা দিয়েছেন বলে ওই নারী জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page