
মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় অভিনব কায়দায় প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভিতরে করে মাদক পাচার কালে ১৮৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে ১৮৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ জহিরুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারীকে আটক করে। আটককৃত জহির জেলার কোতয়ালী মডেল থানার সাওলপুর গ্রামের মৃত খোদা নেওয়াজ প্রকাশ্যে সাধু মিয়া’র ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে।
এছাড়াও, অভিনব কায়দায় মাদক পরিবহনের জন্য জব্দকৃত প্রাইভেটকারের পিছনের অংশে গ্যাস সিলিন্ডারের ভেতর মাদক পরিবহন করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।