মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় ৭০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (০৭ জানুয়ারী) দুপুরে আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে মোঃ অমিত হোসেন নামে ওই মাদক ব্যবাসয়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, সিপিসি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ সময়ে তার নিকট থেকে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার মুরাদনগর থানার পীর কাশিমপুর গ্রামের মোঃ ইদন মিয়ার ছেলে মোঃ অমিত হাসান (১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
ধৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরো দেখুন:You cannot copy content of this page