কুমিল্লায় বাবার মৃত্যুর ৪২ দিন পর সড়কে প্রাণ গেলো ছেলের

কুমিল্লা নিউজ।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ট্রাকচাপায় ফারুক মুন্সী (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ গোমতী সেতুর পাশে ভিংলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ফারুক মুন্সী দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের হোসেন মুন্সীর ছেলে। ক্যান্সার আক্রান্ত হয়ে ৪২ দিন আগে তিনি মারা গেছেন। প্রায় দেড় মাসের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক মুন্সী দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুলেল মদিনা বেকারি থেকে ভ্যানে মালামাল নিয়ে মিরপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কোম্পানীগঞ্জ সেতুর কাছে যানজটে আটকা পড়েন। এ সময় ভ্যানের সামনে থাকা একটি ট্রাক পেছনের দিকে সরে আসলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মদিনা বেকারির কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‌‘৪-৫ বছর ধরে আমাদের দোকানে কাজ করতেন ফারুক মুন্সী। কমিশনে বিভিন্ন মার্কেটে মালামাল বিক্রি করতেন। আজ দোকান থেকে মালামাল নিয়ে মিরপুর মার্কেটে যাওয়ার পথে ট্রাকচাপায় মারা গেছেন। ঘটনাটি খুবই দুঃখজনক।’

ফারুকের ছোট ভাই রাসেল মুন্সী বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ক্যান্সারে ভুগে ৪২ দিন আগে মারা গেছেন। পরিবারের হাল ধরা বড় ভাইও আজ চলে গেলো। এখন আমাদের পরিবার অভিভাবকহীন।’

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page