০৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী কর্মী সভা কুমিল্লায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার ৩১ দফা বাস্তবায়নে দেবিদ্বারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ মুরাদনগরে খাল দখল ও আবর্জনায় জলাবদ্ধতায় ভুগছে দুই গ্রামের মানুষ বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়ায় কুমিল্লায় ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতা-কর্মী আটক কুমিল্লা সীমান্তে বিজিবি অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ বিএনপি’র বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে- কুমিল্লায় ডা. তাহের মুরাদনগরে নিখোঁজের ৭ দিন পর হাত বাঁধা শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

  • তারিখ : ০৭:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২
  • 31

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা উন্মোচন, অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর গ্রামে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রামাঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৫০ জন বিদেশগনেচ্ছু, বিদেশগামী ও বিদেশ ফেরত নারী-পুরুষ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ম নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উইং এবং বায়রা’র কার্যক্রম নিয়েও বিশদ আলোচনা করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহায়তায় ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘বিদেশ ফেরত অভিবাসীদের ঋণ মধ্যস্থতা এবং আর্থিক ব্যবস্থাপনা’ প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্টার-ইন-চার্জ মো. জাফর উল্লাহ এবং ফিল্ড অর্গানাইজার মো. নাজমুল হাসান প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন জনশক্তি জরিপ অফিসার মো. তাজুল ইসলাম, মোহাম্মদ আবদুল কাদের। পরে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিরাপদ অভিবাসন বিষয়ক পুস্তিকা ও লিফলেট অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।

error: Content is protected !!

কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত

তারিখ : ০৭:১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লায় বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ ও সম্ভাবনা উন্মোচন, অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের অরণ্যপুর গ্রামে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

গ্রামাঞ্চলে বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ৫০ জন বিদেশগনেচ্ছু, বিদেশগামী ও বিদেশ ফেরত নারী-পুরুষ।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। তিনি নিরাপদ, নিয়মিত, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার রোধ, বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়ায় মধ্যসত্বভোগীদের দৌরাত্ম নিরসন, উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস, অভিবাসী কর্মীর অধিকার সুরক্ষা, অভিবাসী কর্মী ও তাদের পরিবারের নিরাপত্তা এবং কল্যাণ নিশ্চিতকরণে বর্তমান সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ব্যাংক, বোয়েসেল, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে অবস্থিত শ্রম কল্যাণ উইং এবং বায়রা’র কার্যক্রম নিয়েও বিশদ আলোচনা করেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহায়তায় ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘বিদেশ ফেরত অভিবাসীদের ঋণ মধ্যস্থতা এবং আর্থিক ব্যবস্থাপনা’ প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেন্টার-ইন-চার্জ মো. জাফর উল্লাহ এবং ফিল্ড অর্গানাইজার মো. নাজমুল হাসান প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন জনশক্তি জরিপ অফিসার মো. তাজুল ইসলাম, মোহাম্মদ আবদুল কাদের। পরে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের নিরাপদ অভিবাসন বিষয়ক পুস্তিকা ও লিফলেট অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।