মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে মোঃ মুজিবুল হক মুজিব এমপি বাইপাস সড়কের উত্তর ফালগুন করা রাস্তার মাথা থেকে চাটিতলা পশ্চিমপাড়া জামে মসজিদ পর্যন্ত এক কোটি টাকা ব্যয়ে প্রায় ৯ কিলোমিটার রাস্তার ডিজিটাল এলইডি সড়ক বাতি লাগানোর কাজের উদ্বোধন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু।
এ উপলক্ষ্যে রোববার (২৯ মে) সকালে উত্তর ফালগুন করা জামে মসজিদ সংলগ্ন ঈদগাঁহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে আ’লীগ নেতা রুহুল আমিন মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য মোঃ আবু তাহের, উপজেলা আ’লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদ নিজাম চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বদিউল আলম পাটোয়ারী, পৌর কৃষকলীগের সভাপতি আবদুল মালেক, যুবলীগ নেতা পলাশ পাটোয়ারী, পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিল মফিজুর রহমান।
৬নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কাসেম, আ’লীগ নেতা জসিম উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীন শাহ ছোবহান, উপসহকারী নুর ইসলাম মিলন, কার্যকরী প্রকৌশলী মোঃ সেলিম, রশিদ এন্ড ব্রার্দাসের স্বত্তাধিকারী শরিফুর ইসলাম মজুমদার ফখরুল, পৌর যুবলীগ নেতা আক্তার হোসেন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল আলম মোল্লা তুষার, পৌর ছাত্রলীগ মাহি মোল্লা, পলাশ মোল্লা, ফাহিম মোল্লা, রনি, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সল, সাধারণ সম্পাদক এয়াছিন মোল্লা, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হৃদয়, সাধারন সম্পাদক সাইফুলসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরো দেখুন:You cannot copy content of this page