চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু কাপ-২০২১ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু কাপ ২০২১ কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকারের ব্যবস্থাপনায় কুমিল্লা কাবাডি দল ৩৯-২৬ পয়েন্টে চৌদ্দগ্রাম রাইজিং স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মি. আবদুল্লাহ আলী আল হামদী। বিশেষ অতিথি ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের জেনারেল সেক্রেটারী হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার), স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার), ফেনী জেলা পুলিশ সুপার খন্দকার নুরুন্নবী বিপিএম(বার), পিপিএম(বার), ঢাকা রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মোঃ আকতার হোসেন বিপিএম(বার)।

কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিতেত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি(উত্তর) এর কমিশনার জসিম উদ্দিন পিপিএম(বার), চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সাইফুল ইসলাম সাইফ, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, ইউপি মেম্বার শামীম তৈমুর মাইকেল প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বাংলাদেশ এডুকেশন এন্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান এনামুল হক খন্দকার।

পরে বিজয়ী ও রানার্সআপ দল এবং খেলার দায়িত্বে থাকা রেফারিদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলাটি দেখতে বিভিন্ন স্থান থেকে আগত বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page