মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগামে দূর্গাপুজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় পরিদর্শককারী অফিসারবৃন্দ পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।
বুধবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার বরদৈন সার্বজনীন কালীমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক মেজর মো: মাহিন আলম, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর রিফায়েত তারিক মজুমদার ।
পূজামন্ডপ পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সকল ধর্মই শান্তির ধর্ম। কোন ধর্মই অশান্তির বার্তা দেয় না। হিন্দু-মুসলিম, বৌদ্দ-খ্রিস্টান সকলে মিলে যাতে এ উৎসব আনন্দের মধ্য দিয়ে গ্রহণ করে এমন প্রত্যাশাও ব্যাক্ত করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, বরদৈন সার্বজনীন কালী মন্দিরের সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী বলরাম কর্মকার, সহ-সাধারণ সম্পাদক তনু কর্মকার, কোষাধ্যক্ষ দীপেন্দ্র কর্মকার, সহকারী কোষাধ্যক্ষ পার্থ কর্মকার, পূজামন্ডপের সদস্য শীপন কর্মকার, রাজীব কর্মকার, শুভ কর্মকার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৈয়বুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মামুন মজুুমদার প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page