১১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত দেবিদ্বারে উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ “হোন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না” বুড়িচংয়ে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ পালিত দেবিদ্বারে চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের গণছুটি কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে মুয়াজ্জিনের করুণ মৃত্যু বুড়িচংয়ে মাদকবিরোধী আলোচনার জেরে পাঁচজনকে কুপিয়ে আহতের অভিযোগ কুমিল্লায় ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত চৌদ্দগ্রামের নোয়াবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্র ভিত্তিক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত দাউদকান্দিতে রাইট টক অফ বাংলাদেশের নতুন নেতৃত্ব কমিটি ঘোষণা

চৌদ্দগ্রামের নোয়াবাজারে ব্যবসায়ীর পিকআপ চুরি, থানায় অভিযোগ

  • তারিখ : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • 22

মনোয়ার হোসেন:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাকির হোসেন (৩৩) নামে এক ব্যবসায়ীর একটি পিকআপ গাড়ি চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগি ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে গত সোমবার সকালে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ (এসডিআর নং-৩৮১৫/২৩) দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ‘উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের ইসহাক মিয়ার ছেলে জাকির হোসেন তার ব্যবসায়ীক কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি (ঢাকা মেট্রো-ন-১৫-৮৩০৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় গত শনিবার রাতে পার্কিং করে রাখে ড্রাইভার। পার্কিং এর পর থেকে গাড়িটি সেখানেই ছিলো। রোববার সকালে ড্রাইভার গাড়িটি আনতে গেলে সেখানে গাড়িটি না পেয়ে তার মালিক জাকির হোসেনকে জানায় সে। গাড়িটিতে জিপিআরএস (ভিটিএস ট্রু-ট্র্যাকার) সুবিধা ছিলো। যাহা চেক করে জানা গেছে, রোববার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সময় মহাসড়কের মিরশ্বানী বাজার এলাকা থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখি লেনে গাড়িটি চলছিলো। একপর্যায়ে গাড়িটি মহাসড়কের হোটেল ফুড প্যালেস এলাকায় পৌঁছলে ভিটিএস ট্রু-ট্র্যাকার এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা চোরচক্র সু-কৌশলে ভিটিএস ট্রু-ট্র্যাকার এর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে নির্বিঘ্নে গাড়িটি চালিয়ে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্যে নিয়ে গেছে। এরপর থেকে গাড়িটির লোকেশন ট্রেস করা আর সম্ভবপর হয়নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তিনি পিকআপটির সন্ধান না পেয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগি জাকির হোসেন বলেন, ‘ভাড়া থেকে এসে ড্রাইভার নোয়াবাজার এলাকায় মহাসড়কের পাশে পিকআপটি পার্কিং করে রাখে। রোববার ভোর রাতে গাড়িটি চুরি হয়ে যায়। থানায় অভিযোগ দিয়েছি। গাড়ীটি উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, ‘ব্যবসায়ী কর্তৃক পিকআপ চুরির অভিযোগটির তদন্ত চলছে। গাড়িটি উদ্ধারে ভুক্তভোগি ব্যবসায়ীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

error: Content is protected !!

চৌদ্দগ্রামের নোয়াবাজারে ব্যবসায়ীর পিকআপ চুরি, থানায় অভিযোগ

তারিখ : ০৩:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩

মনোয়ার হোসেন:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাকির হোসেন (৩৩) নামে এক ব্যবসায়ীর একটি পিকআপ গাড়ি চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগি ব্যবসায়ী জাকির হোসেন বাদী হয়ে গত সোমবার সকালে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ (এসডিআর নং-৩৮১৫/২৩) দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ‘উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের ইসহাক মিয়ার ছেলে জাকির হোসেন তার ব্যবসায়ীক কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটি (ঢাকা মেট্রো-ন-১৫-৮৩০৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কালিকাপুর ইউনিয়নের নোয়াবাজার এলাকায় গত শনিবার রাতে পার্কিং করে রাখে ড্রাইভার। পার্কিং এর পর থেকে গাড়িটি সেখানেই ছিলো। রোববার সকালে ড্রাইভার গাড়িটি আনতে গেলে সেখানে গাড়িটি না পেয়ে তার মালিক জাকির হোসেনকে জানায় সে। গাড়িটিতে জিপিআরএস (ভিটিএস ট্রু-ট্র্যাকার) সুবিধা ছিলো। যাহা চেক করে জানা গেছে, রোববার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার সময় মহাসড়কের মিরশ্বানী বাজার এলাকা থেকে ইউটার্ন নিয়ে ঢাকামুখি লেনে গাড়িটি চলছিলো। একপর্যায়ে গাড়িটি মহাসড়কের হোটেল ফুড প্যালেস এলাকায় পৌঁছলে ভিটিএস ট্রু-ট্র্যাকার এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা চোরচক্র সু-কৌশলে ভিটিএস ট্রু-ট্র্যাকার এর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে নির্বিঘ্নে গাড়িটি চালিয়ে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্যে নিয়ে গেছে। এরপর থেকে গাড়িটির লোকেশন ট্রেস করা আর সম্ভবপর হয়নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তিনি পিকআপটির সন্ধান না পেয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগি জাকির হোসেন বলেন, ‘ভাড়া থেকে এসে ড্রাইভার নোয়াবাজার এলাকায় মহাসড়কের পাশে পিকআপটি পার্কিং করে রাখে। রোববার ভোর রাতে গাড়িটি চুরি হয়ে যায়। থানায় অভিযোগ দিয়েছি। গাড়ীটি উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, ‘ব্যবসায়ী কর্তৃক পিকআপ চুরির অভিযোগটির তদন্ত চলছে। গাড়িটি উদ্ধারে ভুক্তভোগি ব্যবসায়ীকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’