০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

জান্নাতের টিকেট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী, দেশে চেতনার ব্যবসা চলবে না: কুমিল্লায় সালাহউদ্দিন

  • তারিখ : ০৭:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 112

জহিরুল হক বাবু।।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। ইসলামের নামে যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের ভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের ইতিহাস লুটপাট, সন্ত্রাস, চুরি, অর্থপাচার ও গণতন্ত্র হত্যার ইতিহাস। ২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ ১ হাজার ৪০০ মানুষ হত্যা করেছে। ২০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই রক্ত ও ত্যাগের বিনিময়ে আজ আমরা হাসিনার পতন দেখতে পেয়েছি। বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস যুগোপযোগী সিদ্ধান্তের ইতিহাস।”

তিনি আরও বলেন, “৭১-এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছে। ঢাকায় তার মৃত্যু হয়েছে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং এ দেশে যেমন ৭১-এর চেতনা ব্যবসা চলবে না, তেমনি ধর্ম নিয়েও ব্যবসা চলবে না। এমনকি জুলাই বিক্রির নামে ব্যবসাও চলবে না। জনগণ এখন সচেতন, কোনো চেতনা ব্যবসায়ীকে প্রশ্রয় দেবে না।”

ধর্ম ব্যবসায়ীদের সমালোচনা করে তিনি বলেন, “কারো কাছে জান্নাতের টিকিট নেই। যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী।”

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “বর্তমানে সংস্কারের জনক তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফাই প্রকৃত সংস্কার। তবে সংস্কার কোনো সিলগালা করা বিষয় নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনে যৌক্তিক নতুন বিষয়ও যুক্ত হবে।”

নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “কেউ কেউ বলছে বিচার ও সংস্কার না হলে নির্বাচন হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে। একটি গোষ্ঠী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর জবাব দিতে হবে তথ্য দিয়ে, সত্য তুলে ধরে।”

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

জান্নাতের টিকেট বিক্রিকারীরা ধর্ম ব্যবসায়ী, দেশে চেতনার ব্যবসা চলবে না: কুমিল্লায় সালাহউদ্দিন

তারিখ : ০৭:১৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। ইসলাম কোনো রাজনৈতিক বাক্স নয়। ইসলামের নামে যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের ভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।”

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগের ইতিহাস লুটপাট, সন্ত্রাস, চুরি, অর্থপাচার ও গণতন্ত্র হত্যার ইতিহাস। ২০২৪ সালের আন্দোলনে আওয়ামী লীগ ১ হাজার ৪০০ মানুষ হত্যা করেছে। ২০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এই রক্ত ও ত্যাগের বিনিময়ে আজ আমরা হাসিনার পতন দেখতে পেয়েছি। বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস যুগোপযোগী সিদ্ধান্তের ইতিহাস।”

তিনি আরও বলেন, “৭১-এর চেতনার ব্যবসা করতে করতে হাসিনা দিল্লিতে আশ্রয় নিয়েছে। ঢাকায় তার মৃত্যু হয়েছে, কিন্তু দাফন হয়েছে দিল্লিতে। সুতরাং এ দেশে যেমন ৭১-এর চেতনা ব্যবসা চলবে না, তেমনি ধর্ম নিয়েও ব্যবসা চলবে না। এমনকি জুলাই বিক্রির নামে ব্যবসাও চলবে না। জনগণ এখন সচেতন, কোনো চেতনা ব্যবসায়ীকে প্রশ্রয় দেবে না।”

ধর্ম ব্যবসায়ীদের সমালোচনা করে তিনি বলেন, “কারো কাছে জান্নাতের টিকিট নেই। যারা জান্নাতের টিকিট বিক্রি করতে চায় তারা ধর্ম ব্যবসায়ী।”

সংস্কার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “বর্তমানে সংস্কারের জনক তারেক রহমান। তার ঘোষিত ৩১ দফাই প্রকৃত সংস্কার। তবে সংস্কার কোনো সিলগালা করা বিষয় নয়; এটি একটি চলমান প্রক্রিয়া। প্রয়োজনে যৌক্তিক নতুন বিষয়ও যুক্ত হবে।”

নির্বাচন নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “কেউ কেউ বলছে বিচার ও সংস্কার না হলে নির্বাচন হবে না। কিন্তু বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি বিশ্বাস করি, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতে হবে। একটি গোষ্ঠী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর জবাব দিতে হবে তথ্য দিয়ে, সত্য তুলে ধরে।”

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ও সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।