নেকবর হোসেন।।
করোনার সময়ে পরীক্ষা দিতে এসে আটকাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কুমিল্লা জেলার শিক্ষার্থীরা নিজেদের ব্যবস্থাপনায় বাড়ি ফিরেছেন।
শনিবার সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে কুমিল্লার উদ্দেশ্যে দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে তিনটি বাস ছেড়ে যায়।স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা বাসে উঠেন।
‘কুমিল্লা পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্লাটফর্ম শিক্ষার্থীদের ঈদযাত্রায় ভোগান্তি লাঘবে এ উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের এ বাড়ি ফেরায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘কুমিল্লা পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর অন্যতম সংগঠক জহিরুল ইসলাম।
তিনি জানান, কঠোর লকডাউনের সময় শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কয়েক দফা আবেদন করেও সাড়া মেলেনি। পরে এগিয়ে আসেন ঢাবির প্রাক্তন শিক্ষার্থী ও অতিরিক্ত পুলিশ সুপার (র্যাব) মো. খোরশেদ আলম।
এ বিষয়ে খোরশেদ আলম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মধ্য থেকে কেউ কেউ বিসিএস ক্যাডার হবে, অনেক বড় বড় চাকুরি করবে, ব্যবসা করে প্রতিষ্ঠিত হবে। তখন তোমাদের জুনিয়রদের প্রতি লক্ষ্য রেখ। সবার ঈদযাত্রা শুভ হোক।
আরো দেখুন:You cannot copy content of this page