০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ গণঅভ্যুত্থান দিবসে বুড়িচংয়ে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি: গণ-অভ্যুত্থান দিবসে কুবি ভিসি”

দাউদকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করতে বিবস্ত্র করার হুমকি!

  • তারিখ : ০৫:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 283

শামীম রায়হান।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ শাহানাজ বেগমকে তার পদ থেকে পদত্যাগে বাধ্য করতে হামলা, হুমকি এবং এমনকি বিবস্ত্র করার হুমকির অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানাজ বেগম জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাকে বারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, গত ঈদুল আজহার পরদিন গভীর রাতে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল তার চারপাড়া গ্রামের বাড়িতে হামলা চালায়। তারা তাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলে। তিনি অস্বীকৃতি জানালে তাকে বিবস্ত্র করে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

শাহানাজ বেগম আরও জানান, গত ৩০ জুলাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একদল উশৃঙ্খল যুবক মোটরসাইকেল শোডাউন করে তাকে প্রকাশ্যে গালাগাল করে এবং হুমকি দেয়। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানান। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সদ্য অব্যাহতি পাওয়া সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক এই হামলা ও হুমকির পেছনে রয়েছেন বলে তার বিশ্বাস। তার নির্দেশেই এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে।

তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, “আমি এই ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি। আমার ওপর যে অবিচার করা হচ্ছে, তা যেন কেউ না করে। আপনারা সাংবাদিকরা এ বিষয়ে লিখুন, যাতে আমি নিরাপদে আমার দায়িত্ব পালন করতে পারি।”

দাউদকান্দিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করতে বিবস্ত্র করার হুমকি!

তারিখ : ০৫:০০:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

শামীম রায়হান।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মৎ শাহানাজ বেগমকে তার পদ থেকে পদত্যাগে বাধ্য করতে হামলা, হুমকি এবং এমনকি বিবস্ত্র করার হুমকির অভিযোগ উঠেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১১টায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানাজ বেগম জানান, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তাকে বারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। কিন্তু একটি কুচক্রী মহল তার সুনাম ক্ষুণ্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, গত ঈদুল আজহার পরদিন গভীর রাতে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল তার চারপাড়া গ্রামের বাড়িতে হামলা চালায়। তারা তাকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলে। তিনি অস্বীকৃতি জানালে তাকে বিবস্ত্র করে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

শাহানাজ বেগম আরও জানান, গত ৩০ জুলাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে একদল উশৃঙ্খল যুবক মোটরসাইকেল শোডাউন করে তাকে প্রকাশ্যে গালাগাল করে এবং হুমকি দেয়। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মৌখিকভাবে জানান। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সদ্য অব্যাহতি পাওয়া সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মানিক এই হামলা ও হুমকির পেছনে রয়েছেন বলে তার বিশ্বাস। তার নির্দেশেই এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে।

তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং বলেন, “আমি এই ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধি। আমার ওপর যে অবিচার করা হচ্ছে, তা যেন কেউ না করে। আপনারা সাংবাদিকরা এ বিষয়ে লিখুন, যাতে আমি নিরাপদে আমার দায়িত্ব পালন করতে পারি।”