দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় গণসংহতির বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক।।
পানি, গ্যাস, ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতি আন্দোলন কুমিল্লা জেলার আয়োজনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউনহলের সামনে সড়কে এ সমাবেস অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের কুমিল্লা জেলার আহবায়ক ইমরাদ জুলকারনাইন ইমন।

সভাপতি তার বক্তব্যে বলেন, অনাহারে গণ মানুষের আজ জীবন ধারণ করা অসম্ভব হয়ে পরেছে। দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলে দাম বাড়িয়ে জনগণের পকেট কাটা হচ্ছে। এর ফলে পরিবহন ব্যয় থেকে শুরু করে সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বী হয়ে গেছে।

দেশের গণতান্ত্রিক রূপান্তর না ঘটলে বারবার এই রকম স্বৈরাচারী সরকার আসবে। দেশকে গণতান্ত্রিক করার লড়াইয়ে তিনি সকল মানুষকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।

সভায় আরো বক্তব্য রাখেন সদস্য সচিব হাবিবুর রহমান লিটন, সদর দক্ষিণের আহবায়ক মাহবুবুর রহমান ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন ময়নামতি শাখার আহবায়ক আবু সাঈদ নাঈম। সভা সঞ্চালনা করেন সদর দক্ষিণের সদস্য সচিব কানিজ ফাতেমা রোজী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page