
মাজহারুল ইসলাম নোমান।।
গণটিকার দ্বিতীয় দিনে সারাদেশের ন্যায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডে গনটিকার ২য় ডোজ প্রদান করা হয় । কুমিল্লা সিটি কর্পোরেশন ২৬ নং ওয়ার্ড এর গোয়ালমথন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকা প্রদান করা হয়।
টিকা কর্যক্রমে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড দদদ০কাউন্সিলর আব্দুস সাত্তার। আব্দুস সাত্তার কুমিল্লা নিউজকে জানান শান্তিপূর্ণভাবে টিকা কার্যক্রম চলছে। দ্বিতীয় দিনেও কেউ অসুস্থ হয়নি। বিনামূল্য ঔষধের ব্যবস্থা করা হয়েছে। মেডিক্যাল ক্যাম্প রয়েছে।
টিকাকেন্দ্রে সার্বিক তত্বাবধানে ছিলেন ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান। ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি হেলাল মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক মোঃশাহাদাত হোসেন। ছাত্রলীগ সহ-সভাপতি জাহিদুল হাসান শুভ। ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সহ টিকাকেন্দ্রে কাউন্সিলর আব্দুস সাত্তার তার নিজ উদ্যোগ এ মেডিকেল ক্যাম্প এর ব্যবস্থা করেছেন।
যারা টিকা গ্রহণ করছেন তাদের জন্য যাতায়াত এর ব্যবস্থা সহ আব্দুস কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে বয়স্ক ও প্রতিবন্ধী দের সবার আগে টিকা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন