বরুড়ায় ঐতিহাসিক বটতলী যুদ্ধ দিবস পালিত

আরাফাত হোসেনঃ
কুমিল্লার বরুড়ার পয়ালগাছা ইউনিয়নে বটতলী সন্মুখ যুদ্ধ দিবস পালিত হয়েছে।আজ ১৮ সেপ্টেম্বর ২৩ ইং মুক্তিযোদ্ধের পাঁচ শহীদদের স্মরণে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর পাকিস্তানী সৈন্যদের সাথে সন্মুখ যুদ্ধ হয় বটতলীতে। ঐ সময় ৫ জন মুক্তিযোদ্বা শাহাদাৎ বরণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পয়ালগাছা কলেজের অধ‍্যক্ষ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মোস্তফা।সন্মুখ যুদ্ধে শাহাদাৎকারীদের স্মরণে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন যুদ্বকালীন মুক্তিযোদ্বা কমান্ডার ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল ইসলাম মিলন, বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ ফিরোজ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, বীর মুক্তিযোদ্ধা আবদুর সাত্তার।অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, কাজী আরিফ -বাবলু শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মঈনুল হক স্মৃতি পাঠাগারের সভাপতি হুমায়ুন কবির,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক নাজমুল হুদা ইকবাল ও স্মৃতি সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাঈনুল ইসলাম, রক্তঋণ সামাজিক সংগঠনের কার্যনির্বাহী সদস‍্য কাজী মাইনুল হোসেন।

অনুষ্টানে স্হানীয় স্কুল কলেজের শিক্ষক শীক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।পরে তিনটি পাঠাগারকে মুক্তিযোদ্ধ বিষয়ক বই ও স্কুল গুলোতে গাছের ছারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা।অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা করেন কাজী আরিফ মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদের সহসভাপতি বাবলু শহীদ, একবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় প্রধান শিক্ষক মোঃ শাহজালাল ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page