বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ড পুরান কাদবা গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পরও গ্রাহক নিজে গ্যাস সংযোগ দিয়ে চালিয়ে যাচ্ছে প্রায় ২বছর ধরে।বরুড়া পৌর এলাকার বিভিন্ন গ্রামে গ্যাস থাকা সত্ত্বেও ভালো করে বৈধ গ্রাহকরা গ্যাস চালাতে পারছে না।
বরুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডে পুরান কাদবা গ্রামে প্রায় ৩/৪ বছর আগে বাখরাবাদ গ্যাস কোম্পানি গ্যাস সংযোগ দেয়।এর মধ্যে কিছু গ্যাস সংযোগ ছিল অবৈধ ও বৈধ এই অবৈধ লাইন গুলো প্রায় ১ বছর আগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সংযোগ বিচ্ছিন্ন করা হলেও তারা বাজার থেকে অবৈধ রাইজার কিনে এনে সংযোগ দিয়ে লাইন সচল করে চালিয়ে যায়।এর ফলে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
স্হানীয় সূত্রে জানা যায় বরুড়া পৌরসদর সহ বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের কথা প্রতি মূর্হতে শুনা যায়।কিন্তু এর কোন স্হায়ী সমাধান হচ্ছে না।বরুড়া পৌরশহরের সচেতন নাগরিক (সনাক)জানান গ্যাস সংকটের মূল কারণ হচ্ছে অবৈধ গ্যাস সংযোগ।তাই বাখরাবাদ গ্যাস কোম্পানি এই অবৈধ লাইন গুলো বিচ্ছিন্ন করার দাবী সাধারণ জনগনের।
আরো দেখুন:You cannot copy content of this page