বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় শুক্রবার বিকাল ৩ টায় বরুড়া উপজেলা পরিষদ হলরুমে ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াস আহম্মেদের সভাপতিত্বে স্বাধীনতার সুর্বনজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা,আলোকিত পরিবার, কবিদের সম্মাননা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ও বরুড়ার কৃতি সন্তান মনিন্দ্র কিশোর রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার মীর রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরুড়া ভলান্টিয়ার্স এশোসিয়েশন ( ভাব)এর সভাপতি জয়নাল মাজারী, নোয়াখালী জেলার চাটখিল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বরুড়ার কৃতি সন্তান মোঃ মিজানুর রহমান ও বরুড়া উপজেলার কবি সাহিত্যিক মোঃ জামাল শাহজী, সবুজ হোসেন, দেন্নানগরের কবি সোহেল সহ উপজেলা বীর মুক্তিযোদ্ধা সহ আরো অনেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন বরুড়া নারী অধিকার ফোরামের সভাপতি সাকিলা জামান ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক মোঃ জামাল হোসেন।