
কাজী খোরশেদ আলম।।
কুমিল্লার বুড়িচংয়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বসুন্ধরা মোড়ে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম বুড়িচং উপজেলা সভাপতি মাস্টার ফয়েজ আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী চাকরিপ্রত্যাশী পরিষদ বুড়িচং উপজেলা সভাপতি হাফেজ মাসুদ মৈশান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক মাওলানা মো. জাকারিয়া খান, মো. রমজান আলী, চাকরিপ্রত্যাশী মো. তাজুল ইসলাম, মো. জয়নাল আবেদীন ও মো. জহিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ, সুদমুক্ত অর্থনীতি ও যাকাতভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। কিন্তু বিগত আওয়ামী সরকারের আমলে কৌশলে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় গ্রাহকদের হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয় এবং কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই চট্টগ্রামের পটিয়া এলাকার বহু অদক্ষ ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়।
বক্তারা বর্তমান সরকারের কাছে দাবি জানান ইসলামী ব্যাংকে কর্মরত অদক্ষ কর্মকর্তা-কর্মচারীদের ছাঁটাই করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে মেধাবী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে হবে। পাশাপাশি বিদেশে পাচারকৃত অর্থ উদ্ধার করে গ্রাহকদের পাওনা টাকা ফেরত দেওয়ারও আহ্বান জানান তারা।