মোঃ মহিউদ্দিন।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও মাটি পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে একজনকে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে অভিযুক্ত সাইফুল ইসলাম (পিতা: মৃত বশির আলম), সাং– চড়ানল’কে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও পরিবহনের অপরাধে দোষী সাব্যস্ত করে ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি কেটে তা পরিবহনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ধরনের কার্যক্রম কৃষি উৎপাদন ব্যাহত করার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে বলে উল্লেখ করেন তারা।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ, বুড়িচং থানা। প্রসিকিউশন কার্যক্রমেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।
অভিযান শেষে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, “অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা সম্পূর্ণ বেআইনি এবং এটি দেশের খাদ্য উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় জনগণকে অবৈধ মাটি কাটা ও পরিবহন সংক্রান্ত তথ্য প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়।






