০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির ভর্তি পরীক্ষায় আবেদন ৫৭ হাজার ছাড়াল, শেষ সময় ১৭ ডিসেম্বর কুমিল্লা কারাগারের ফটক থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে আটক কুমিল্লায় সিইউডিএফ বিজয় দিবসের বিতর্ক উৎসবে দেশ গড়ার প্রত্যয় ইরাসমাস ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি খেজুরের রস পানে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু; রস পানে সতর্কতা অবলম্বনের অনুরোধ কুমিল্লায় ম্যাজিস্ট্রেট দেখে মাটিভর্তি ট্রাক্টর ফেলে পালাল মাটিখেকোরা বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটক; যান চলাচল বন্ধ শাহরাস্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ বিতরণের উদ্বোধন দেশের সার্বিক পরিস্থিতিতে কুমিল্লায় র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদার বুড়িচংয়ে অবৈধ নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ অভিযান

বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটক; যান চলাচল বন্ধ

  • তারিখ : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • 299

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্রিজের পাটাতন ভেঙে আটকে পড়ায় গুরুত্বপূর্ণ একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষসহ আশপাশের এলাকার বাসিন্দারা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বুড়িচং টু কালিকাপুর সড়কের সদর ইউনিয়নের হরিপুর এলাকার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি সিমেন্ট নিয়ে কালিকাপুরের দিকে যাওয়ার সময় ব্রিজের ওপর উঠতেই হঠাৎ পাটাতন ভেঙে যায়। এতে ট্রাকটির একটি অংশ ব্রিজের ভেতরে ঢুকে পড়ে এবং সেটি সেখানেই আটকে যায়।

দুর্ঘটনার ফলে বুড়িচং টু কালিকাপুর সড়কে বড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ছোট যানবাহনও বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে করে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং জরুরি কাজে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্রিজের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি অস্থায়ীভাবে মেরামত করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ব্রিজটির ধারণক্ষমতা অনুযায়ী ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজন হলে স্থায়ী সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। দ্রুত ব্রিজটির টেকসই সংস্কার এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!

বুড়িচংয়ে ব্রিজের পাটাতন ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক আটক; যান চলাচল বন্ধ

তারিখ : ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ব্রিজের পাটাতন ভেঙে আটকে পড়ায় গুরুত্বপূর্ণ একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী সাধারণ মানুষসহ আশপাশের এলাকার বাসিন্দারা।

সোমবার (১৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে বুড়িচং টু কালিকাপুর সড়কের সদর ইউনিয়নের হরিপুর এলাকার প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি সিমেন্ট নিয়ে কালিকাপুরের দিকে যাওয়ার সময় ব্রিজের ওপর উঠতেই হঠাৎ পাটাতন ভেঙে যায়। এতে ট্রাকটির একটি অংশ ব্রিজের ভেতরে ঢুকে পড়ে এবং সেটি সেখানেই আটকে যায়।

দুর্ঘটনার ফলে বুড়িচং টু কালিকাপুর সড়কে বড় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ছোট যানবাহনও বিকল্প সড়ক ব্যবহার করতে বাধ্য হচ্ছে। এতে করে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় এবং জরুরি কাজে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর এবং বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্রিজের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি অস্থায়ীভাবে মেরামত করে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ব্রিজটির ধারণক্ষমতা অনুযায়ী ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে এবং প্রয়োজন হলে স্থায়ী সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। দ্রুত ব্রিজটির টেকসই সংস্কার এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।