বুড়িচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা, র‌্যালী, সনদপত্র ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

মো.জাকির হোসেন।।
বৃহস্পতিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র, সম্মাননা ক্রেষ্ট প্রদান এবং বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে।

আয়োজিত অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোকাম ইউপির চেয়ারম্যান মোঃ সাহেব আলী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এবং অনুষ্ঠান পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ গোলাম ছামদানী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকসানা খানম মুন্নী।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু,উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মদ অক্ষর, উপজেলা মেডিকেল অফিসার ডা. একে এম হেদায়েতুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খন্দকার মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা বিএডিসির সহকারী প্রকৌশলী মোঃ মানিক মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা শাহনাজ পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা।

আরও বক্তব্য রাখেন পরিবার পরিকল্যাণ সহকারী সাজেদা আক্তার, পরিবার পরিকল্যান কেন্দ্রের পরিদর্শক মোঃ মহি উদ্দিন, পরিবার পরিকল্যান কেন্দ্রের পরিদর্শক মোঃ আওলাদ হোসেন, পরিবার পরিকল্পনা সহকারী মোঃ অলি উল্লাহ, মদিনা পিয়ারী, মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাহেব আলী শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠত্ব অর্জন করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন তাদের হাতে সনদপত্র, সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page