বুড়িচংয়ে ৯ ইউনিয়নে গনটিকা কার্যক্রম শুরু

মোঃ জহিরুল হক বাবু।।
করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ৯ ইউনিয়নের ২৮ টি কেন্দ্রে টিকা কার্যক্রম শুরু হয়েছে।

কেন্দ্রগুলোতে জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, জন্মনিবন্ধন ও টিকার রেজিষ্ট্রেশন দেখানোর প্রেক্ষিতে টিকা দেয়া হচ্ছে। টিকা প্রদানে বয়স্ক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

সকাল ৯ টায় উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান উদ্ধোধন করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খাঁন।

এসময় আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াছমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাড. রেজাউল করিম খোকন।

ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও যুবলীগের নেতা হাজী বিল্লাল হোসেনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, যুবলীগের নেতা ইঞ্জিনিয়ার মোঃ বাছির খানসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মীর হোসেন মিঠু জানান, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ২৮টি কেন্দ্রে শনিবার ৬ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে। চাহিদা বেশি থাকায় নির্দিষ্ট সময়ের পূর্বেই টিকা শেষ হয়ে গেছে। পর্যাক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page