১১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় সারা রাত কুস্তি লড়াই; বিজয়ী পেলেন গরু, রানারআপের খাসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ‘রান উইথ কুবি শিবির’ কর্মসূচি ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ কুমিল্লায় জলাতংক বিস্তার রোধে পথ কুকুরকে রেবিস ভেক্সিন পুশ কুমিল্লা-৬ আসনের জনগণের আস্থার প্রতিদান দিতে চাই -হাজী ইয়াছিন চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন যুবদলের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় ভুট্টাখেতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ অসুস্থ মেয়েকে নিয়ে বাঁচার যুদ্ধ -সহযোগিতা চান কুমিল্লার পারুল বেগম চৌদ্দগ্রামকে শান্তির জনপদ হিসেবে গড়তে ধানের শীষে ভোট দিন : কামরুল হুদা কুবির দত্ত হলের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা ব্লকেড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার কমিটি ঘোষণা

  • তারিখ : ১০:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • 160

জহিরুল হক বাবু।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

২৯৭ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হুসাইনকে এবং সদস্য সচিব করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী জিয়া উদ্দিন মো. রুবেলকে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে মনোনীত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার নাইমুর রহমান, যুগ্ম সদস্য সচিব-১ হিসেবে মনোনীত হয়েছেন দেবিদ্বারের ইয়াছিন আরাফাত হিমু, মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন আদর্শ সদরের আরাফ ভুঁইয়া।

সংগঠক-১ হিসেবে মনোনীত হয়েছেন নাঙ্গলকোটের বিল্লাল হোসেন, মুখপাত্র হিসেবে আছেন আদর্শ সদরের মো. জাহিদুল ইসলাম সরকার এবং বাকিরা সদস্য হিসেবে আছেন।

নতুন দায়িত্বের বিষয়ে আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন বলেন, ‘যেহেতু এতদিন কোনো কমিটি ছিল না, আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারিনি। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য। তাছাড়া, আমাদের যে সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন গড়তে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

error: Content is protected !!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার কমিটি ঘোষণা

তারিখ : ১০:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জহিরুল হক বাবু।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

২৯৭ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হুসাইনকে এবং সদস্য সচিব করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী জিয়া উদ্দিন মো. রুবেলকে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে মনোনীত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার নাইমুর রহমান, যুগ্ম সদস্য সচিব-১ হিসেবে মনোনীত হয়েছেন দেবিদ্বারের ইয়াছিন আরাফাত হিমু, মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন আদর্শ সদরের আরাফ ভুঁইয়া।

সংগঠক-১ হিসেবে মনোনীত হয়েছেন নাঙ্গলকোটের বিল্লাল হোসেন, মুখপাত্র হিসেবে আছেন আদর্শ সদরের মো. জাহিদুল ইসলাম সরকার এবং বাকিরা সদস্য হিসেবে আছেন।

নতুন দায়িত্বের বিষয়ে আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন বলেন, ‘যেহেতু এতদিন কোনো কমিটি ছিল না, আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারিনি। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য। তাছাড়া, আমাদের যে সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন গড়তে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।