
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে পবিত্র মাহে রমজান শীর্ষক সেমিনার, মিলাদ শরীফ ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে শশীদল পাঁচপীর হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মোজাম্মেল হক ও মোঃ রফিকুল ইসলাম এর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি মোঃ আইয়ুব খান পাঠান রেজভী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, শশীদল ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি আলহাজ্ব ছাদেক আহমেদ। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ছোবহানিয়া দরবার শরীফের পীর মাওলানা আবু হানিফ।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ ক্বারী মাওলানা মোঃ আবু রায়হান রেজা হাসেমী। উপস্থিত ছিলেন হাজী আব্দুল হাসেম, মোঃ এমরান হোসেন, সৈয়দ মোবারক হোসেন, মাওলানা আবু কাউছার, মাওলানা আব্দুল মোতালেব, মাওলানা মাকসুদুর রহমান, মোঃ গোলাম মোস্তফা, মাওলানা জমির হোসেন সিরাজী, হাফেজ মাওলানা নুরুল আমিন, হাফেজ আব্দুর রউফ, জাহাঙ্গীর আলম বাচ্চু, হাফেজ আওলাদ হোসেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।