০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান দেবিদ্বারে লকডাউন কর্মসূচির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় মাদক সেবনে বাধা দেয়ায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা হাজী ইয়াছিনের পক্ষে দিনব্যাপী অবস্থান কর্মসূচি; ১১তম দিনে দলীয় কার্যালয়ে অবস্থান বুড়িচংয়ে কোরপাই থেকে নাজিরা বাজার পর্যন্ত টহল-চেকপোস্টে তল্লাশি জোরদার কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

ব্রাহ্মণপাড়ায় অভিযানে দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে জরিমানা

  • তারিখ : ১০:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 166

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেলস্টেশন, স্টেশনসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্রাক্টর চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। মাদক শুধু একজনকে নয়, তার পরিবার, শিক্ষা ও কর্মজীবনসহ পুরো সমাজকে বিপথে নিয়ে যায়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় অভিযানে দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে জরিমানা

তারিখ : ১০:২৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আতাউর রহমান।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় দুই মোটরসাইকেল ও দুই ট্রাক্টর চালককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের রেলস্টেশন, স্টেশনসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে দুটি মোটরসাইকেল আরোহীকে দুই হাজার টাকা এবং ব্রাহ্মণপাড়া বাজারে অতিরিক্ত ইট বোঝাই করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ট্রাক্টর চালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখার জন্য মাদক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। মাদক শুধু একজনকে নয়, তার পরিবার, শিক্ষা ও কর্মজীবনসহ পুরো সমাজকে বিপথে নিয়ে যায়। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি প্রতিটি পরিবার ও স্থানীয় জনগণের সচেতনতা এবং সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থে ও সমাজের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।