০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ছেলে রুটি খুব পছন্দ করতো, ছেলে নেই; এক বছর বাসায় রুটি বানাইনি -শহীদ হামিদুরের মা কুমিল্লা থেকে অপহরণ, মুক্তিপণ না পেয়ে কক্সবাজারে নিয়ে হত্যা: তিন জন গ্রেপ্তার বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ছয় মাসেও দেশে ফিরল না কুমিল্লার প্রবাসী আকাশের মরদেহ বুড়িচংয়ে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান শুরু: জনগণের সহযোগিতা চাইলেন ইউএনও অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়াকে কুমিল্লা প্রেসক্লাবে বিদায়ী সংবর্ধনা শাহরাস্তিতে ব্যারিস্টার কামাল উদ্দিনের নেতৃত্বে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে জলাধার ভরাট, অর্ধলাখ টাকা জরিমানা বাইউস্টে “রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫” আয়োজিত

ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

  • তারিখ : ১০:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 97

আতাউর রহমান।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অভিযোগে মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে তাকে সহযোগিতা করেন বিজিবি ও থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. বিল্লাল হোসেনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে আটক হওয়ার পর বিল্লাল আদালতের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মইনপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ব্রাহ্মণপাড়ায় এক মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

তারিখ : ১০:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

আতাউর রহমান।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনের অভিযোগে মো. বিল্লাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। অভিযানে তাকে সহযোগিতা করেন বিজিবি ও থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. বিল্লাল হোসেনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে আটক হওয়ার পর বিল্লাল আদালতের কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মইনপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, “মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান চলছে। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”