
মোঃ শরিফ খান আকাশ।।
ব্রাহ্মণপাড়া উপজেলা সালদানদী ও শশীদলসহ সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কতৃক বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল জব্দ করছেন।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক জানাযায়, গতকাল ১৬ নভেম্বর শনিবার সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৫৭,৯৮,১০০/- (সাতান্ন লক্ষ আটানব্বই হাজার একশত) টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মাদক ও বিভিন্ন প্রকার মালামাল জব্দ করে।
তন্মধ্যে জব্দকৃত ভারতীয় গরু ০৪ টি , সিএনজি ০১ টি, চিনি ৩৬৯০ কেজি, চাউল ২১৫ কেজি, শাড়ি ৩৭৪ পিস, মশার কয়েল ৭,২০০ পিস, হুইস্কি ১৩ বোতল, গাঁজা ১০ কেজি, বাঁজি ১৩,৮০০ পিস, বডি লোশন ১৬৫ পিস।
বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।