ব্রাহ্মণপাড়ায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ষাইটশালা দরবার শরীফের পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

শুক্রবার সকাল ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে ওই ইউনিয়নের ২৫০ শত পরিবারের মাঝে তার নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করেন।

অনুষ্ঠানে সমাজসেবক হাজী ফজলুর রহমান এর সভাপতিত্বে ও হাফেজ মনিরুল ইসলাম ও মাওলানা মাফিউল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ষাইটশালা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ষাইটশালা দরবার শরীফের পীরজাদা এস.এম মোস্তাফিজুর রহমান।

বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, ইসমাইল হোসেন, সোহাগ মাষ্টার, আসাদুজ্জামান সবুজ, নাছির উদ্দিন সরকার, নুরে আলম সরকার, আবুল কালাম আজাদ, মাওলানা আবদুল হাই, মাওলানা মনিরুল ইসলাম মালু, মাওলানা আতার আলী। এসময় উপস্থিত অতিথিবৃন্দরা শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এসব শীতবস্ত্র পেয়ে খুশি উপকারভোগীরা। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এবিষয়ে এস.এম মোস্তাফিজুর রহমান বলেন, শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে নিজেকে খুবই আনন্দিত লাগছে। পর্য্যায়ক্রমে প্রত্যেক এলাকায় যথাসাধ্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page