ভরাসার হাই স্কুলের শতবর্ষ পূর্তি: রেজিস্ট্রেশন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার হাই স্কুলের শতবর্ষ পূর্তি উপলক্ষে রেজিস্ট্রেশন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন করেন শতবর্ষ উদযাপন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এয়ার ভাইস মার্শাল (অব.) আবুল বাশার।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব শামসুল হুদা এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন ১৯৭১ সালের এসএসসি ব্যাচের পরিবেশবিদ আবদুল মান্নান, ‘৭৬ ব্যাচের প্রকৌশলী আবদুল মতিন, ‘৭৭ ব্যাচের আবদুল খালেক, ‘৭৮ ব্যাচের সমাজসেবক হাজী আক্তারুজ্জামান, সালেহ আহমেদ, ‘৮২ ব্যাচের মোহাম্মদ আলী মাস্টার, ‘৮৩ ব্যাচের সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, জহিরুল ইসলাম, আবদুল হান্নান বাবুল, সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, ব্যবসায়ী এম এ মতিন এমবিএ, বিসিএস তথ্য ক্যাডার কর্মকর্তা ফারুক আহমেদ ভূঁইয়া, ব্যবসায়ী মনিরুল ইসলাম, বার্জার পেইন্টস-এর প্রোডাক্ট ডিরেক্টর ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শরিফুল ইসলাম, মিনারা বেগম, সাবিনা আক্তার, শিরিন আক্তার, রুহুল আমিন, আবুল কাশেম, আবদুল মতিন, ডা. আহসান হাবীব, সিরাজুল ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার আবদুল কাইয়ুম, মাকসুদুর রহমান রুবেল, আবু ইউসুফ বেগ, দিপু, নয়ন হোসেন এবং মানবাধিকার কর্মী মনির হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। অংশ নিতে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আহ্বান জানানো হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page