মো. জাকির হোসেন।।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য এড, আবুল হাসেম খান এমপি বলেন, আব্দুল মতিন খসরু’র জন্ম না হলে এ জনপথে এত উন্নয়ন সহজে হত না, সকল মানুষ তাকে আজীবন মনে রাখবে। আব্দুল মতিন খসরু’র নামে দুই উপজেলায় অনেক সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
তিনি আরও বলেন শিক্ষার্থীরা মাদক থেকে সর্বদায় দূর থাকবে। যারা মাদক সেবন করে তারা সরকারি চাকুরিতে ডুকার সময় টেষ্টে ধরা পড়বে।
শনিবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের উদ্যোগে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান বাবলু ও জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান কে সংবর্ধনা ও কলেজের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে কলেজ মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, কলেজ প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান রব, কলেজ পরিচালনা কমিটির সভাপতি ডা. সামিয়া রহমান, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ বাছির খান, ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম পলাশ, বুড়িচং উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, কলেজ প্রতিষ্ঠাতার জামাতা আতিকুর রহমান রনি,।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুর রহমান বাবলু, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান।
সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ আব ইউসুফ ভূইয়া এবং পরিচালনা করেন যৌথ ভাবে প্রভাষক সৈয়দা খায়রুন নাহার,- প্রভাষক সুজিত চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আবুল হোসেন সরণ।
আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ মতিউর রহমান খান রুমেল, আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ মেম্বার, খোরশেদ আলম, কলেজের কলেজের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম রুবেল,বিদোৎসাহী সদস্য হাবিবুর রহমান মাষ্টার, রফিকুল ইসলাম মাষ্টার,মোঃ আবু ইউসুফ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলিফ রায়হান হামিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আজমির হোসেন,ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ফারুক আহমেদ, উপজেলা যুব লীগ নেতা হিরো মিজান, ডা. জসিম উদ্দিন জুয়েল, যুবলীগ নেতা হাজী মোঃ সেলিম, কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা, পীযুষ কুমার সরকার, কাজী নাজমুল ইসলাম, মোঃ ছাইদুল ইসলাম, সাইফুল ইসলাম, শিক্ষার্থী আবু কাউসার ও সুমাইয়া শিপন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অ্যাড. আবুল হাসেম খান, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার এবং সংবর্ধিত অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু ও জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান খান কে ফুল দিয়ে এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করে সিক্ত করেন।
অনুষ্ঠানে শেষে মরহুম সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আব্দুল মতিন খসরুর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আরো দেখুন:You cannot copy content of this page