মনির হোসাইন।।
মুরাদনগর সমিতি-ঢাকার কার্যকরী পরিষদের তিন বছরের মেয়াদী নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৬ আগস্ট ঢাকার আইডিইবি ভবনের দ্বি বার্ষিক সাধারণ সভায় তিন বছর মেয়াদি ৪১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক খান এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম আই জামাল সিদ্দিকী।
বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজ সেবক এবং সংগঠক এম আই জামাল সিদ্দিকী উপজেলার খামারগ্ৰামের আব্দুর রশিদ সিদ্দিকীর সন্তান। তিনি নোবেল সোসাইটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি মুরাদনগর ও ঢাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিডি রহমত উল্লাহ ভূঞা, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রফেসর মোঃ সাফিকুল ইসলাম ভূঞা এবং মোঃ শাহ আলম সরকার।
নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত হয় প্রথম দ্বি-বার্ষিক সাধারণ সভায় আহবায়ক ইঞ্জিনিয়ার এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাওয়ার সেল-এর অবসরপ্রাপ্ত মহাপরিচালক বিডি রহমন উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ মিজান উল আলম, অবসরপ্রাপ্ত প্রফেসর অধ্যক্ষ মোঃ সাফিকুল ইসলাম ভূঞা এবং অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মোঃ শাহ আলম সরকার।
এম আই জামাল সিদ্দিকী ও কাজী শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সমাপ্তিতে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক-১ ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান এবং সবাইকে অভিনন্দন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন নব নির্বাচিত অর্থ সম্পাদক দুলাল মিয়া ভূঁইয়া।