এন এ মুরাদ।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নে অনুমোদনহীন ইট ভাটা স্থাপন, ইট প্রস্তুত, ও পরিবেশের আইন লঙ্ঘন করায় এম.বি.আই নামক ইটভাটাকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা ও ফিল্ডের চিমনি ভেঙে দেয় প্রশাসন।
বৃহষ্পতিবার বিকেল ৩ টায় এ অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।
জানা যায়, পরিবেশ আইন অমান্য করে অবৈধ উপায়ে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার দায়ে ছালিয়াকান্দি ইউনিয়নের ছালিয়াকান্দি এম.বি.আই ইটভাটায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন । এসময় তিনি এম. বি. আই ইটভাটাকে একটি মামলায় ১ লাখ টাকা জরিমানা করেন এবং ইটভাটাটির অনুমোদন না থাকায় ভেকু দিয়ে ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সাকিব হাসান খান। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনা সদস্যের একটি টিম ও মুরাদনগর থানা পুলিশ। এতে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি।
এবিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান বলেন, “ অবৈধ ব্রিকস , কৃষি জমির মাটি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ”।
আরো দেখুন:You cannot copy content of this page