মনির হোসাইন।।
পবিত্র মাহে রমজান উপলক্ষে যানজট নিরসন ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লার মুরাদনগরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ জন ট্রাফিক আনসার নিয়োগ করেছে উপজেলা প্রশাসন।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমানের নেতৃত্বে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ব্যস্ততম এলাকা কোম্পানীগঞ্জ বাজার, উপজেলা সদরের আল্লাহু চত্বর ও গোমতী নদীর ব্যস্ততম বেইলী ব্রীজে ট্রাফিক আনসাররা দায়িত্ব পালন শুরু করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, কোম্পানীগঞ্জ বাজার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং আল্লাহু চত্বরটি চার রাস্তার সংযুক্ত স্থল যেখানে যানজট একটি বড় সমস্যা। পাশাপাশি গোমতী নদীর বেইলী ব্রিজেও যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে এই তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ২৪ জন ট্রাফিক আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এই জায়গাগুলোর যানজট কমাতে আনসার সদস্যরা সর্বদা সক্রিয় থাকবে। এছাড়াও, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরো জানান, পবিত্র মাহে রমজানে যানজট নিরসন ও পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে স্থিতিশীল রাখতে প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে।
আরো দেখুন:You cannot copy content of this page