০৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির বিজ্ঞান অনুষদে ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান জাতীয় ও আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ: ৯ সোনাসহ ২২ পদক জিতলেন কুমিল্লার ১৯ খেলোয়াড় কুমিল্লায় শ্বশুর বাড়ির ট্যাংকে জামাতার লাশ; স্ত্রীসহ চারজনের স্বীকারোক্তি, রহস্য উদঘাটন মুরাদনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা কুমিল্লায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রাণীপ্রেমীদের মিলনমেলা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান কুমিল্লায় ৫ মিনিটের ঝটিকা মিছিল, ছাত্রলীগ, যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেফতার কুমিল্লায় টানা ৪০ দিন নামাজ পড়ায় শিশুদের হাতে বাইসাইকেল ও কোরআন দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি- এম আউয়াল খান মুরাদনগরে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান আজ থেকে কুবিতে পরীক্ষামূলকভাবে চলবে দুইতলা বাস

মুরাদনগরে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • তারিখ : ১২:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • 256

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি রোগীদেরকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।

আজ শনিবার ফিউচার মুরাদনগর ও জেসিআই ঢাকা প্রেস্টিজ এর আয়োজনে ও কে এম মুজিবুল হকের ছেলে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম এর ব্যবস্থাপনায় উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী শাহ আরেফিন ও কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম।

ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম বলেন, যারা দূরদূরান্তে গিয়ে ভালো চিকিৎসকের চিকিৎসা সেবা নিতে পারছেন না তাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমরা এই আয়োজন করেছি। ঢাকা থেকে আগত বিভিন্ন মেডিকেলের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রাথমিকভাবে যতটুকু চিকিৎসা সেবা দেওয়া সম্ভব ডাক্তাররা ততটুকু চিকিৎসা সেবা দিচ্ছেন।
পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধও দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, প্রাথমিক চিকিৎসার পর যাদের আরো চিকিৎসার প্রয়োজন হয় তারা যদি প্রেসক্রিপশন নিয়ে উক্ত মেডিকেলগুলোতে যায় তাহলে সেখানে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। আমাদের এটি প্রথম উদ্যোগ,পরবর্তীতে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই ধরনের ক্যাম্প করার চেষ্টা করব। আমারা চাচ্ছি এই ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় মানুষদের দোরগোড়ায় ভালো চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। আজকে এখানে ১২০০ থেকে ১৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

চিকিৎসা নিতে আসা হোসনে আরা বেগম বলেন, আমাদের ইচ্ছা থাকলেও শহরে গিয়ে বড় ডাক্তার দেখাতে পারিনা। আজ বাড়ির পাশে বসে ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

স্থানীয় বাসিন্দা ও ফিউচার মুরাদনগরের এক প্রাথমিক শিক্ষক ও মোর্শেদ লোকমান বলেন, মুরাদনগরের অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করে শাহ পরিবারের কৃতি সন্তান কে এম মুজিবুল হকের ছেলে কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম এই উদ্যোগ গ্রহণ করেছেন। তারা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

চিকিৎসকরা বলেন, আমরা এই ক্যাম্পে সহস্রাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ওষুধও ফ্রি দিয়েছি।

error: Content is protected !!

মুরাদনগরে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

তারিখ : ১২:১৭:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

মনির হোসাইন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি রোগীদেরকে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।

আজ শনিবার ফিউচার মুরাদনগর ও জেসিআই ঢাকা প্রেস্টিজ এর আয়োজনে ও কে এম মুজিবুল হকের ছেলে ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম এর ব্যবস্থাপনায় উপজেলা সদরের কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ তৌফিক মীর, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী শাহ আরেফিন ও কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম।

ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ক্রোয়েশিয়ার অনারারি কনসাল কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম বলেন, যারা দূরদূরান্তে গিয়ে ভালো চিকিৎসকের চিকিৎসা সেবা নিতে পারছেন না তাদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমরা এই আয়োজন করেছি। ঢাকা থেকে আগত বিভিন্ন মেডিকেলের ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রাথমিকভাবে যতটুকু চিকিৎসা সেবা দেওয়া সম্ভব ডাক্তাররা ততটুকু চিকিৎসা সেবা দিচ্ছেন।
পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন ধরনের ঔষধও দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, প্রাথমিক চিকিৎসার পর যাদের আরো চিকিৎসার প্রয়োজন হয় তারা যদি প্রেসক্রিপশন নিয়ে উক্ত মেডিকেলগুলোতে যায় তাহলে সেখানে ৩০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। আমাদের এটি প্রথম উদ্যোগ,পরবর্তীতে আমরা প্রত্যেকটা ইউনিয়নে এই ধরনের ক্যাম্প করার চেষ্টা করব। আমারা চাচ্ছি এই ক্যাম্পেইনের মাধ্যমে অসহায় মানুষদের দোরগোড়ায় ভালো চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। আজকে এখানে ১২০০ থেকে ১৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার প্রস্তুতি রয়েছে।

চিকিৎসা নিতে আসা হোসনে আরা বেগম বলেন, আমাদের ইচ্ছা থাকলেও শহরে গিয়ে বড় ডাক্তার দেখাতে পারিনা। আজ বাড়ির পাশে বসে ডাক্তার দেখালাম। তারা ফ্রি ওষুধও দিয়েছে। এতে আমাদের খুব উপকার হলো।

স্থানীয় বাসিন্দা ও ফিউচার মুরাদনগরের এক প্রাথমিক শিক্ষক ও মোর্শেদ লোকমান বলেন, মুরাদনগরের অসহায় ও দরিদ্র মানুষের কথা চিন্তা করে শাহ পরিবারের কৃতি সন্তান কে এম মুজিবুল হকের ছেলে কাজী মোজাক্কের আহম্মেদুল হক ইসমাম এই উদ্যোগ গ্রহণ করেছেন। তারা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

চিকিৎসকরা বলেন, আমরা এই ক্যাম্পে সহস্রাধিক রোগীকে স্বাস্থ্যসেবা দিয়েছি। এই রোগীদেরকে প্রাথমিক চিকিৎসার সাথে সাথে ওষুধও ফ্রি দিয়েছি।