মোঃ বাছির উদ্দিন।।
১৯ জানুয়ারি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৯ জানুয়ারী) রবিবার বিকাল ৪টায় উপজেলা ছাত্রদলের আয়োজনে সদরের জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়।
এতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ দিদারুল আলম ভূঁইয়া এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ এর পরিচালনায় উপজেলা ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর জীবনের স্মৃতি তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নের্তৃবৃন্দরা। সবশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের আত্নার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরো দেখুন:You cannot copy content of this page