রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর ২০২৩-২৪ রোটাবর্ষের কার্যকরী কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক।।
রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর পার্টনার ক্লাব রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর ২০২৩-২৪ রোটাবর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ মে, ২০২৩ তারিখে ক্লাবের নিয়মিত সভার কার্যালয় পুরাতন জেলা পরিষদের নিচতলায় ৪৮১ তম সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি রো. সারোয়ার জাহান নাইমের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কুমিল্লা লালমাই এর সভাপতি রোটাঃ ডাঃ ইজাজুল হক পিএইচএফ, এমসি, সচিব রোটাঃ এডিএম এনামুল হক জুয়েল আরএফএসএম, রোটার‍্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ পিএজি শফিকুল ইসলাম শামীম পিএইচএফ, এমসি, নির্বাচিত সভাপতি রোটাঃ আবুল কালাম আজাদ পিএইচএফ, এমসি, রোটার‍্যাক্ট কমিটির নির্বাচিত চেয়ারম্যান রোটাঃ ফাতেমা তুজ জোহরা জেরী আরএফএসএম, রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা লালমাই এর সাবেক সভাপতি রো. পিপি আশিকুর রহমান রিয়াদ, রো. পিপি সৈয়দ সাইদুল হক, রো. পিপি আশরাফুল ইসলাম জিকু, রো. আইপিপি জাকির হোসেন ও সচিব তাসলিমা আক্তার লিপি।

উক্ত সভা শেষে গত ২৮ এপ্রিল, ২০২৩ তারিখে ঘোষিত তফসিল অনুযায়ী সর্বসম্মতিক্রমে রো. মাহমুদুল হক রিমন কে সভাপতি ও রো. মোঃ শাকিল হোসেন কে সচিব নির্বাচিত করে কার্যকরী কমিটি ঘোষণা করেন রোটার‍্যাক্ট কমিটির নির্বাচিত চেয়ারম্যান রোটাঃ ফাতেমা তুজ জোহরা জেরী।

কার্যকরী কমিটিতে আইপিপি হয়েছেন রো. সারোয়ার জাহান নাইম, সিনিয়র সহ-সভাপতি রো. রাইসুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি তাসলিমা আক্তার লিপি, যুগ্ম সচিব যথাক্রমে রো. এনামুল হাসান, রো. মফিজুল ইসলাম হৃদয়, কোষাধ্যক্ষ রো. শাহরিয়ার সানি, ক্লাব সেবা পরিচালক রো. মেহেদী হাসান সিয়াম, সমাজ সেবা পরিচালক রো. ফারজানা আক্তার লিমা, আন্তর্জাতিক সেবা পরিচালক রো. আফরোজা আক্তার বৃষ্টি, পেশা উন্নয়ন পরিচালক রো. ফাইরুজ আহম্মেদ, অর্থ সেবা পরিচালক রো. ইমরান হোসেন মজুমদার, চীফ সার্জেন্ট এট আর্মস রো. মিনহাজ তুষার, সার্জেন্ট এট আর্মস যথাক্রমে রো. আশফাক হোসেন ইফতি, রো. আবদুস সোবহান সায়েম, পত্রিকা সম্পাদক রো. নাফিউল আলম, সহ-পত্রিকা সম্পাদক রো. আমিনুল ইসলাম আলিফ।

পরবর্তীতে নবগঠিত কার্যকরী কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত রোটারীয়ানবৃন্দ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page