০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় রেললাইনের পাশে যুবকের মরদেহ; হত্যা নাকি দূর্ঘটনা ! “নিউজটা ডিলেট করা যায় কি?”-ওসি কোতয়ালি কুমিল্লার মা–মেয়ে হত্যাকাণ্ড; প্রশ্নের ভিতরে কিছু প্রশ্ন! কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে কিশোর নিহত কুমিল্লায় ধর্ষণের বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রী ও মাকে খুন; মূলহোতা মোবারক গ্রেফতার পাশাপাশি দাফন করা হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেয়ে ও তার মাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ফকির বাজার আনন্দ আইডিয়া ইসলামিক স্কুলে মিলাদ ও পুরস্কার বিতরণ কুমিল্লার দেবিদ্বারে মাদক কেলেঙ্কারিতে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তার মা হত্যায় ক্লাস স্থগিত ঘোষণা

লাকসামে ব‌র্ধিত দামে সয়া‌বিন বিক্রি; দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

  • তারিখ : ০৬:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • 14

নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসামে সরকার রির্ধা‌রিত সয়া‌বিন তে‌লের রেট‌ না মে‌নে পূ‌র্বের ব‌র্ধিত দা‌মের স্টিকার মে‌রে সয়া‌বিন তেল বোতলজাত ও মোড়কজাত করা এবং ডেন্টিস্ট চিকিৎসায় প্রতারণার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ডাক্তার না হ‌য়েও ডাক্তার ও ডে‌ন্টিস্ট পদবী ব‌্যবহার ক‌রা এক প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। কুমিল্লার লাকসামের বিজরা বাজা‌রের প্রতিষ্ঠানটির নাম সেবা ডেন্টাল কেয়ার।

জানা গেছে, মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে প্রতারণা এবং চি‌কিৎসার কা‌জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএ‌জেন্ট ব‌্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি। এসম প্রমাণ পেয়ে সোমবার (১ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা‌নের সত্ত্বা‌ধিকারী আ. খা‌লেক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে। এসময় মিথ‌্যা বিজ্ঞা‌প‌নের দুই হাজার প‌্যাড ধ্বংস করা হয়।

এদিকে বেশি দামে তেল বিক্রি করায় একই বাজারের প্রাইম ব্রা‌ন্ডের ইউ‌নি প্রাইম কনজুম‌ার ফুড‌কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং আট হাজার বাড়তি দা‌মের মোড়ক পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, স‌রকার নির্ধা‌রিত ১৮৫ টাকার এক লিটার তেল ১৯০ টাকা লি‌খে, ৩৭০ টাকার ২ লিট‌া‌রের তেল ৩৮০ টাকা লিখে এবং ৯১০ টাকার ৫ লিটা‌রের তেল ৯২০ টাকা লি‌খে মোড়কজাত কর‌ছেন। অথচ উৎপাদ‌নের স্টিকার ব‌্যবহার কর‌ছেন গত মা‌সের ১৮ তা‌রি‌খের। এমন প্রতারণা করায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শাহাদাৎ হো‌সেন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানিয়েছেন তিনি।

error: Content is protected !!

লাকসামে ব‌র্ধিত দামে সয়া‌বিন বিক্রি; দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

তারিখ : ০৬:১১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লার লাকসামে সরকার রির্ধা‌রিত সয়া‌বিন তে‌লের রেট‌ না মে‌নে পূ‌র্বের ব‌র্ধিত দা‌মের স্টিকার মে‌রে সয়া‌বিন তেল বোতলজাত ও মোড়কজাত করা এবং ডেন্টিস্ট চিকিৎসায় প্রতারণার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ডাক্তার না হ‌য়েও ডাক্তার ও ডে‌ন্টিস্ট পদবী ব‌্যবহার ক‌রা এক প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয়েছে। কুমিল্লার লাকসামের বিজরা বাজা‌রের প্রতিষ্ঠানটির নাম সেবা ডেন্টাল কেয়ার।

জানা গেছে, মিথ‌্যা বিজ্ঞাপন দি‌য়ে প্রতারণা এবং চি‌কিৎসার কা‌জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও রিএ‌জেন্ট ব‌্যবহার করে আসছিল প্রতিষ্ঠানটি। এসম প্রমাণ পেয়ে সোমবার (১ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা‌নের সত্ত্বা‌ধিকারী আ. খা‌লেক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে। এসময় মিথ‌্যা বিজ্ঞা‌প‌নের দুই হাজার প‌্যাড ধ্বংস করা হয়।

এদিকে বেশি দামে তেল বিক্রি করায় একই বাজারের প্রাইম ব্রা‌ন্ডের ইউ‌নি প্রাইম কনজুম‌ার ফুড‌কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং আট হাজার বাড়তি দা‌মের মোড়ক পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী প‌রিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, স‌রকার নির্ধা‌রিত ১৮৫ টাকার এক লিটার তেল ১৯০ টাকা লি‌খে, ৩৭০ টাকার ২ লিট‌া‌রের তেল ৩৮০ টাকা লিখে এবং ৯১০ টাকার ৫ লিটা‌রের তেল ৯২০ টাকা লি‌খে মোড়কজাত কর‌ছেন। অথচ উৎপাদ‌নের স্টিকার ব‌্যবহার কর‌ছেন গত মা‌সের ১৮ তা‌রি‌খের। এমন প্রতারণা করায় তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অ‌ভিযা‌নে উপ‌জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর শাহাদাৎ হো‌সেন এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানিয়েছেন তিনি।