সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে দ্রব্যমূল্য সহনশীল রাখব; কুমিল্লা জেলা প্রশাসক

নিউজ ডেস্ক।।
আমরা সবাই ভোক্তা। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে দ্রব্যমূল্য সহনশীল রাখব। দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেলে সাধারণ মানুষের অবস্থা খুবই খারাপ হবে। অন্তত তাদের জীবনমানটা যাতে আমরা ঠিক রাখতে পারি। আশা করব আপনারা সে সহযোগীতাটুকু রাখবেন।

বুধবার (২ আগষ্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থীতিশীল ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান।

তিনি বলেন, অর্থনীতি একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। একটি রাষ্ট্র বলেন আর সমাজ বলেন, এটি দাঁড়িয়ে আছে অর্থনীতির উপর। সে অর্থনীতি রান করছেন আপনারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য স্থীতিশীল রাখতে আমরা বাজার মনিটরিং করে যাচ্ছি। গতকাল খোলা সয়া‌বিন তেল বি‌ক্রি ব‌ন্ধে কুমিল্লার চকবাজার, রাজগঞ্জ ও নিউমা‌র্কেট এল‌াকায় বি‌শেষ স‌চেতনতামূলক তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয়েছে। হ‌্যান্ড মাই‌কের মাধ‌্যমে ও নেতৃবৃ‌ন্দের সা‌থে মি‌টিং ক‌রে সরকা‌রি সিদ্ধান্ত সম্প‌র্কে অব‌হিত করেছি।

কৃষি বিপণন অধিদপ্তর কুমিল্লার সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ জাকারিয়া বলেন, আমরা নগরীর পাঁচটি বাজারে মূল‍্য তালিকা বোর্ড প্রতিস্থাপন করেছি। বাজার গুলো হলো চক বাজার, রাজগঞ্জ বাজার, কুমিল্লা নিউ মার্কট, রাণীর বাজার ও বাদশাহ মিয়া বাজার। এ মাসের মধ‍্যেই কুমিল্লা মহানগরের বাহিরে বাকী ১৬(ষোল) টি উপজেলা সদরসহ বড় বড় বাজার গুলোতে এ মূল‍্য তালিকা বোর্ড প্রতিস্থাপন করা হবে।

কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, আমরা চেষ্টা করছি সামনে যাতে কোন রাজনৈতিক অস্থিতিশীলতা বা জ্বালাও পোড়াও না হয়। ৩৫ বছরের মধ্যে কুমিল্লায় দোকান ভাঙচুরের অভ্যাস নাই। অনেক প্রাপ্তি আমাদের দোকান মালিক সমিতির। আগামী দিনে আমাদেরকে যখনই ডাকবেন আমরা আপনার ডাকে সাড়া দেব।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি ইদু মিয়া, রানীর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল হাসেম, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছালেক, বাদশা মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাসেত, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: সেলিম, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল আহম্মেদ, রানীর বাজার সমিতির সভাপতি আবুল হাশেম প্রমুখ।

মতবিনিময় শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দরা জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় ক্যাব, বিভিন্ন মার্কেট, বাজার, শপিং মল, আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page