“হাড়িঁর খোঁজে বাড়ি” সংগঠনকে প্রবাসিদের অক্সিজেন সিলেন্ডার ও নগদ অর্থ প্রদান

সোনিয়া আফরিন।
কুমিল্লার হোমনা উপজেলার মানবিক ও সামাজিক সংগঠন “হাঁড়ির খোঁজে বাড়ি’ কে আক্সিজেন সিলেন্ডার ও নগদ অর্থ প্রদান করেছেন দুই প্রবাসি।

শনিবার বিকালে হোমনা প্রেস ক্লাব মিলনায়তনে ঘারমোড়া গ্রামের কৃতি সন্তান ওমান প্রবাসী মোঃ সিপন সরকার করোনাকালীন শ্বাসকস্ট রোগীদের বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে একটি অক্সিজেন সিলেন্ডার প্রদান করেন। এবং চান্দেরচর ইউনিয়নের মাইজচর গ্রামের কৃতিসন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী মো. দেলোয়ার হোসেন (মমিন) নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।

এ সময় হোমনা পৌর সভার মেয়র এ্যাড. মোঃ নজরুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মহাসিন সরকার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, সিপন সরকারের ছোট ভাই আল মামুন,দেলোয়ার হোসেন মমিনের ছোটভাই মোঃ ফারুক মমিন,ও হাঁড়ির খোঁজে বাড়ি’র পরিচালক মোঃ আবদুস সালাম ভূইয়া সহ সাংবাদিক ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে প্রেস ক্লাব মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের মধ্যে মো. ফেরদৌস আবদুল্লাহ, মো.আবুল কাশেম ভূইয়া, মো. আইয়ুব আলী,সৈয়দ আনোয়ার,আবু রায়হান চৌধুরী, মো. তপন মিয়া সরকার, কবি দেলোয়ার, মো. মনিরুজ্জামান,মো.তরিকুল ইসলাম, সোনিয়া আফরিন উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page