০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মাহাসড়কের অর্ধশত বকুলগাছ কাটা সেই ব্যক্তি গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ–যুবলীগের ৪৪ নেতাকর্মী আটক কুমিল্লায় বিয়ের ১৩ দিনের মাথায় শ্বশুরবাড়িতে খুন: লাশ নিয়ে মহাসড়ক অবরোধ কুমিল্লায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত দাউদকান্দি-মেঘনায় ‘জিবি’ নামে চাঁদাবাজি কার্যক্রম চলবে না -ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লার তিতাসে আলোচিত নজরুল হত্যার ৯৯ দিন পর মাথার খুলি উদ্ধার সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন

হুইল চেয়ারে বসে প্রতিবন্ধি ছনুর অনাবিল আনন্দের হাসি, কাঁদলেন মা

  • তারিখ : ০৬:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • 37

এ আর আহমেদ হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি।।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনু(১১)’র অনাবিল আনন্দের হাসি। মুগ্ধ হলেন সবাই কিন্তু আনন্দে কাঁদলেন মা ফাতেমা।

শুক্রবার বিকেলে উপজেলার রাজামেহার গ্রামের প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনুকে হুইল চোরে বসানোর পর এই দৃশ্যের অবতানা ঘটে।

ফারজানা আক্তার ছনু দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের দক্ষিণপাড়ার ছিদ্দিকুর রহমান হাসান’র মেয়ে। এক ভাই ও পাঁচ বোন ও মধ্যে সে সবার ছোট। ৩ বোনের বিয়ে হয়েগেছে। সে ছাড়া বাকী এক ভাই ও এক বোন স্কুলে পড়ে। ফারজানা আক্তার ছনু শারিরীক প্রতিবন্ধিই নয়, সে বুদ্ধি ও বাক প্রতিবন্ধি। যে দিকে তাকায় সে দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। কেউ ডাকলেও কর্ণপাত করেনা। প্রতিবন্ধি মেয়েকে নিয়ে মা’ ফাতেমা বিপাকে। তাকে সারাক্ষন চোখে চোখে রাখতে হয়। কোথাও বেড়াতে গিয়েও স্বস্তি নেই তার মা’য়ের। কারন তার ভাষা মা’ ছাড়া আর কেউ বুঝতে পারেন না।

একটি হুইল চেয়ার তার খুবই প্রয়োজন ছিল। বিষয়টি প্রতিবেশী চাটুলি গ্রামের মানবাধিকার কর্মী সাংবাদিক বিল্লাল হোসেনের নজরে আসে। সে তার গ্রামের (চাটুলি) সৌদী প্রবাসী মোঃ জহিরুল ইসরামের সহায়তায় একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

হুইল চেয়ার বিতরণকারে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মোঃ বিল্লাল হোসেন, নেছার উদ্দিন, মেহেদী হাসান রিয়াদ, সাইফুল ইসলাম সজিব, স্থানীয় সমাজ সেবক মোঃ কাইয়ুম হোসেন, মোঃ শাহ পরান, মীর আলী, মোঃ রাসেল, মোঃ আল আমিন, মোঃ অলিউল্লাহ প্রমূখ।

error: Content is protected !!

হুইল চেয়ারে বসে প্রতিবন্ধি ছনুর অনাবিল আনন্দের হাসি, কাঁদলেন মা

তারিখ : ০৬:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১

এ আর আহমেদ হোসাইন, দেবিদ্বার প্রতিনিধি।।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনু(১১)’র অনাবিল আনন্দের হাসি। মুগ্ধ হলেন সবাই কিন্তু আনন্দে কাঁদলেন মা ফাতেমা।

শুক্রবার বিকেলে উপজেলার রাজামেহার গ্রামের প্রতিবন্ধি ফারজানা আক্তার ছনুকে হুইল চোরে বসানোর পর এই দৃশ্যের অবতানা ঘটে।

ফারজানা আক্তার ছনু দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামের দক্ষিণপাড়ার ছিদ্দিকুর রহমান হাসান’র মেয়ে। এক ভাই ও পাঁচ বোন ও মধ্যে সে সবার ছোট। ৩ বোনের বিয়ে হয়েগেছে। সে ছাড়া বাকী এক ভাই ও এক বোন স্কুলে পড়ে। ফারজানা আক্তার ছনু শারিরীক প্রতিবন্ধিই নয়, সে বুদ্ধি ও বাক প্রতিবন্ধি। যে দিকে তাকায় সে দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকে। কেউ ডাকলেও কর্ণপাত করেনা। প্রতিবন্ধি মেয়েকে নিয়ে মা’ ফাতেমা বিপাকে। তাকে সারাক্ষন চোখে চোখে রাখতে হয়। কোথাও বেড়াতে গিয়েও স্বস্তি নেই তার মা’য়ের। কারন তার ভাষা মা’ ছাড়া আর কেউ বুঝতে পারেন না।

একটি হুইল চেয়ার তার খুবই প্রয়োজন ছিল। বিষয়টি প্রতিবেশী চাটুলি গ্রামের মানবাধিকার কর্মী সাংবাদিক বিল্লাল হোসেনের নজরে আসে। সে তার গ্রামের (চাটুলি) সৌদী প্রবাসী মোঃ জহিরুল ইসরামের সহায়তায় একটি হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

হুইল চেয়ার বিতরণকারে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, মোঃ বিল্লাল হোসেন, নেছার উদ্দিন, মেহেদী হাসান রিয়াদ, সাইফুল ইসলাম সজিব, স্থানীয় সমাজ সেবক মোঃ কাইয়ুম হোসেন, মোঃ শাহ পরান, মীর আলী, মোঃ রাসেল, মোঃ আল আমিন, মোঃ অলিউল্লাহ প্রমূখ।