সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর সার্বিক ব্যবস্থাপনায় ও সৈয়দ মেহেদী হাসানের পরিচালনায় ওয়ার্ড ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পৌর সভার ৫ নং ওয়ার্ড বনাম ৯ নং ওয়ার্ডের মধ্যকার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ডিসেম্বর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় উক্ত খেলার শুভ উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
হোমনা পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা উপজলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ মো. ইসমাইল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.ফজলুল হক মোল্লা পৌর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো.মহিউদ্দিন খন্দকার,উপজেলা আওয়ামীরীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ইলিয়াছ ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মো. মাহবুবুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক মো.আবদুস সালাম ভূঁইয়া।
উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম খন্দকার,ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার, সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ, উপজেলা কৃষকলীগের সভাপতি হাজী মোকবল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন ফারুক,সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহনুর আহাম্মদ সুমন ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো.আবদুল সোবাহান, কাউন্সিলর আবদুল বাতেন,রাজ মিয়া, আবুল হোসেন,সিরাজুল ইসলাম শির মিয়া, আবদুল কাদির,মো.কামাল হোসেন সহ ইউপি চেয়ারম্যান, শিক্ষক সাংবাদিক,দলীয় নেতাকর্মীসহ সহস্রাধিক দর্শক খেলায় উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় নির্ধারিত ৫০ মিনিটের মধ্যে ৫ নং ওয়ার্ড একাদশ ৫-০ গোলে ৯ নং ওয়ার্ড একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। খেলা পরিচালনা করেন মো.সফিকুল ইসলাম মুন্না,ওমর ফারুক ও মেহেদী হাসান সম্রাট। খেলায় ধারা বর্ননায় ছিলেন হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার।
পরে প্রধান অতিথি সেলিমা আহমাদ এমপি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আরো দেখুন:You cannot copy content of this page