হোমনায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

সোনিয়া আফরিন।।
কুমিল্লার হোমনায় রবিশস্য কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষানীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে এ সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী (ইউেনও) রুমন দে এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান রেহানা বেগম, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোতাহার হোসেন, ওসি (তদন্ত) মো. আমিনুর রসুল ,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো.হুমায়ন কবির প্রমূখ ।

জানা গেছে,প্রাকৃতিক দূর্যোগের কারণে ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে ও গ্রীস্মকালীন উৎপাদন বৃদ্ধির লক্ষে ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page