০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লায় নাশকতার অভিযোগে আ.লীগ নেতা গ্রেফতার কুমিল্লা–৬ আসনে টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান তিন মাস পর বাসায় ফিরেছে মাইলস্টোন ট্র্যাজেডির কুমিল্লার যমজ দুইবোন জামায়াত ক্ষমতায় গেলে ঘুষ জাদুঘরে পাঠানো হবে- কুমিল্লায় সরওয়ার ছিদ্দিকী চৌদ্দগ্রামে কামরুল হুদার পক্ষে ঘোলপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের লিফলেট বিতরণ ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার

১ম বারের মতো কুবি রোভার স্কাউটের হাইকিং আয়োজন

  • তারিখ : ১২:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • 33

কুবি প্রতিনিধি।।
‘আত্ম-উন্নয়নে হাইকিং’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ১২ কিলোমিটার পথ হাইকিং করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্যরা। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) প্রথমবারের মতো এ হাইকিং আয়োজন করা হয়।

হাইকিং এর মূল উদ্দেশ্যে ছিল রোভার সদস্যদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি প্রকৃতি পর্যবেক্ষণ করার মাধ্যমে যাত্রাপথের বিভিন্ন অঞ্চলগুলোর মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে রোভার সদস্যদের অবগত করা।

হাইকিং-এর উদ্দেশ্যে রোভার স্কাউটের সদস্যরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে একত্রিত হয়৷ পরে ‘বন্ধু ও বিশ্বাসী’ দুইটি উপদলে বিভক্ত হয়ে প্রায় ৩০ জন রোভার এ আয়োজনে অংশগ্রহণ করেন৷

রোভার স্কাউটের হাইকিং বিশ্ববিদ্যালয়ের মূলফটক থেকে শুরু হয়ে সিসিএন বিশ্ববিদ্যালয় হয়ে জামমুড়া হয়ে আদিনা মুড়াতে এসে শেষ হয়। হাইকিং এর ১২ কিলোমিটার রাস্তায় রোভার সদস্যদের পাড়ি দিতে হয়েছে লালমাই পাহাড়ের কয়েকটি অংশ।

হাইকিংয়ে অংশগ্রহণ করে সাবেক সিনিয়র রোভারমেট মোঃ নাজমুল হাসান বলেন, ‘রোভারদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাসী করে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের এ হাইকিংটি সহায়ক ভূমিকা পালন করবে।’

সাবেক রোভারমেট মোঃ কাউছার হামিদ জীবন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের ১ম হাইকিং বাস্তবায়নের মধ্য দিয়ে সকল রোভাররা সামনের আরো বড় চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত হয়ে উঠলো। এই অগ্রযাত্রা খুবই প্রসংশনীয়।’

হাইকিং শেষে বর্তমান সিনিয়র রোভারমেট মোঃ আব্দুর রহমান সকল রোভার ও হাইকিং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করে হাইকিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।

প্রসঙ্গত, হাইকিং হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অনেক সময় পাহাড়ি বা সমতল এলাকায় দৃষ্টি নন্দন পরিবেশে পায়ে চলা কিংবা অজানাকে জানার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক ভ্রমণ৷ হাইকিং রোভার স্কাউটের সিলেবাস ভিত্তিক প্রোগ্রাম। যার মাধ্যমে রোভাররা শুধুমাত্র কম্পাস ও কদম সংখ্যার মাধ্যমে অজানা পথে পরিভ্রমণ করে এবং রোভার সদস্যদের মধ্যে নতুন কিছু আবিষ্কারের মানসিকতা তৈরী হয়৷

error: Content is protected !!

১ম বারের মতো কুবি রোভার স্কাউটের হাইকিং আয়োজন

তারিখ : ১২:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

কুবি প্রতিনিধি।।
‘আত্ম-উন্নয়নে হাইকিং’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ১২ কিলোমিটার পথ হাইকিং করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের সদস্যরা। শুক্রবার (৪ ফেব্রুয়ারী) প্রথমবারের মতো এ হাইকিং আয়োজন করা হয়।

হাইকিং এর মূল উদ্দেশ্যে ছিল রোভার সদস্যদের আত্মবিশ্বাসী করে তোলার পাশাপাশি প্রকৃতি পর্যবেক্ষণ করার মাধ্যমে যাত্রাপথের বিভিন্ন অঞ্চলগুলোর মানুষের জীবনযাত্রার মান সম্পর্কে রোভার সদস্যদের অবগত করা।

হাইকিং-এর উদ্দেশ্যে রোভার স্কাউটের সদস্যরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে একত্রিত হয়৷ পরে ‘বন্ধু ও বিশ্বাসী’ দুইটি উপদলে বিভক্ত হয়ে প্রায় ৩০ জন রোভার এ আয়োজনে অংশগ্রহণ করেন৷

রোভার স্কাউটের হাইকিং বিশ্ববিদ্যালয়ের মূলফটক থেকে শুরু হয়ে সিসিএন বিশ্ববিদ্যালয় হয়ে জামমুড়া হয়ে আদিনা মুড়াতে এসে শেষ হয়। হাইকিং এর ১২ কিলোমিটার রাস্তায় রোভার সদস্যদের পাড়ি দিতে হয়েছে লালমাই পাহাড়ের কয়েকটি অংশ।

হাইকিংয়ে অংশগ্রহণ করে সাবেক সিনিয়র রোভারমেট মোঃ নাজমুল হাসান বলেন, ‘রোভারদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাসী করে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের এ হাইকিংটি সহায়ক ভূমিকা পালন করবে।’

সাবেক রোভারমেট মোঃ কাউছার হামিদ জীবন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ইউনিটের ১ম হাইকিং বাস্তবায়নের মধ্য দিয়ে সকল রোভাররা সামনের আরো বড় চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত হয়ে উঠলো। এই অগ্রযাত্রা খুবই প্রসংশনীয়।’

হাইকিং শেষে বর্তমান সিনিয়র রোভারমেট মোঃ আব্দুর রহমান সকল রোভার ও হাইকিং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করে হাইকিংয়ের সমাপ্তি ঘোষণা করেন।

প্রসঙ্গত, হাইকিং হচ্ছে প্রাকৃতিক পরিবেশে অনেক সময় পাহাড়ি বা সমতল এলাকায় দৃষ্টি নন্দন পরিবেশে পায়ে চলা কিংবা অজানাকে জানার উদ্দেশ্যে উদ্দেশ্যমূলক ভ্রমণ৷ হাইকিং রোভার স্কাউটের সিলেবাস ভিত্তিক প্রোগ্রাম। যার মাধ্যমে রোভাররা শুধুমাত্র কম্পাস ও কদম সংখ্যার মাধ্যমে অজানা পথে পরিভ্রমণ করে এবং রোভার সদস্যদের মধ্যে নতুন কিছু আবিষ্কারের মানসিকতা তৈরী হয়৷