স্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ও নশকরাতর অভিযোগে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেককে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আব্দুল মালেক কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং পশ্চিম জোড়কানন ইউনিয়ন বাগালপুর গ্রামের বাসিন্দা।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেককে গ্রেফতার করে। গ্রেফতার আব্দুল মালেককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
এছাড়াও যেকোনো প্রকার নাশকতা ঠেকাতে মাঠে তৎপর রয়েছে পুলিশ।











