৩০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি

স্টাফ রিপোর্টার।।
করোনা আক্রান্তদের জন্য ৩০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিলেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার পক্ষে অক্সিজেন সিলিন্ডারগুলো গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক তাহ্সিন বাহার সূচনা । বুধবার সন্ধ্যায় অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়।

বিসিবির কাউন্সিলর ও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমার নিজস্ব উদ্যোগে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। প্রয়োজনে আরো অক্সিজেন সিলিন্ডার দেয়া হবে।

সাইফুল আলম রনি আরো বলেন, অক্সিজেন সিলিন্ডারগুলো স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে বিতরণ করা হবে।

তিনি বলেন, বিগত দিনেও কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে আমি নিজস্ব উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ এক হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রবাসে অবস্থানরত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

পাশাপাশি আমি নিজে উপস্থিত থেকে আমার ব্যাক্তিগত তহবিল থেকে নগরী ও নগরীর বাহিরে ৩৫ টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী, পোষাক ও এতিমখানা ও মাদ্রসায় উন্নয়নে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি।

আমি বিশ্বাস করি সবাই স্ব-স্ব অবস্থান থেকে করোনা সংক্রমন রোধে এগিয়ে আসা উচিত।

অক্সিজেন সিলিন্ডার গ্রহণ শেষে জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা বলেন, আমরা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতির সাইফুল আলম রনির প্রতি তার মহতি উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন পর্যন্ত জাগ্রত মানবিকতা সংগঠন সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাড়িয়েছে।

যারা করোনা আক্রান্ত তাদের স্বজনরা জাগ্রত মানবিকতার নিম্নোক্ত স্বেচ্ছাসেবীদের সাথে যোগাযোগ করে অক্সিজেন সিলিন্ডার নেয়া যাবে।

স্বপ্নীল-01677720400
রানা- 01733-402114
তুহিন +8801642-157832
তানভীর +8801681-600088
বাবু +8801633-182579
সানী +8801912-206086
অনিক দত্ত 01675-992488
মুন +8801832-915744
ফাহিম +8801992-469300

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page