৯০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিল কুমিল্লা সিটি কর্পোরেশন

নেকবর হোসেন।।
কুমিল্লা সিটি কর্পোরেশন ৯০ জন বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে সম্মানিত করল। মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার বিকেলে কুসিকের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে বরাবরের ন্যায় এবারো দেশের শ্রেষ্ঠ সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি,কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহা উদ্দিন বাহার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) ড. শফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিউল আহমেদ বাবুল ,বীর মুক্তিযুদ্ধা নাজমুল হাসান পাখি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার বলেন, মুক্তিযোদ্ধারা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে বলেই আজ আমরা বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। মুক্তিযোদ্ধা সংসদ নিয়ন্ত্রন করবে মুক্তিযোদ্ধারা । এ সংসদের সভাপতি হবে মুক্তিযোদ্ধারা। কোন ভাবেই এর নেতৃত্ব প্রশাসনের কাছে ছেড়ে দেওয়া যাবে না।

সভাপতির বক্তব্যে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু কুসিকের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন বলে জানান।
কুসিকের ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) ড. শফিকুল ইসলাম।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page