অপারেশন ডেভিল হান্টঃ মুরাদনগরে আ’লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

মুরাদনগর প্রতিনিধি।।
‘অপারেশন ডেভিল হান্টে’ কুমিল্লার মুরাদনগরে আওয়ামী লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- আওয়ামী লীগ নেতা মোঃ কানু মিয়া (৫৫) ও যুবলীগ নেতা তুষার ভূয়া (৩৬)।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার নবীপুর পূর্ব ও যাত্রাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায় গ্রেপ্তারকৃত মোঃ কানু মিয়া যাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও যাত্রাপুর গ্রামের মৃত সাম মিয়ার ছেলে, অপরজন তুষার ভূঁইয়া (৩৬) নবীপুর পূর্ব ইউনিয়ন যুবলীগ নেতা ও বাখরনগর গ্রামের মৃত আলী আশ্রাফ ভূঁইয়ার ছেলে।

এবিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত কানু মিয়া ও তুষার ভূঁইয়ার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page